২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`
উপজেলা নির্বাচন

দেড় ঘন্টায় ভোট পড়লো মাত্র ১টি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের চিত্র। ছবিটি সোমবার বেলা ১২টায় তোলা - নয়া দিগন্ত

ফরিদপুর জেলার ৮টি উপজেলা পরিষদের নির্বাচন একপ্রকার ভোটারবিহীনভাবেই সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে কোনো উৎসবমুখর পরিবেশ দেখা যায়নি। ভোটারদের তেমন উপস্থিতিও ছিল না। কোথাও তেমন কোনো বড় ধরণের সহিংসতার খবর পাওয়া যায়নি। এদিকে মধুখালীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলার অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থীর ভাইকে আটক করা হয় বলে জানা গেছে।

সোমবার সকালে ভোটগ্রহণ শুরুর পর জেলার বিভিন্ন উপজেলার ভোটকেন্দ্রগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়। তবে কোথাও কোনো ভোটার লাইন চোখে পড়েনি। দু’একজন ভোটার এসে ভোট দেয়ার পরে বেশিরভাগ সময় ভোটের দ্বায়িত্বপালনকারীদের অলস সময় পার করতে দেখা গেছে। এসব ভোট কেন্দ্রের বাইরে প্রার্থীদের কর্মী সমর্থকদের কোনো উচ্ছ্বাস ছিলো না। তবে প্রতিটি কেন্দ্রেই পুলিশ ও আনসার বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা ছিলো চোখে পড়ার মতো।

সকাল সাড়ে ৯টায় নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ভাটপাড়া কাঠালবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দেড় ঘন্টায় এই কেন্দ্রের ৫ নং কক্ষে মাত্র একটি ভোট পড়েছে। মহিলাদের এই ভোট কক্ষে মোট ভোটার ছিলো ৩৩১ জন। ওই কেন্দ্রের ২ নং কক্ষে ৩৪৩ জন পুরুষ ভোটারের মধ্যে এসময়ে ভোট পড়েছিলো মাত্র ১৪ টি। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জাহাঙ্গীর আলম অবশ্য বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, সকালে অনেকেই কৃষিকাজ করতে ক্ষেতে রয়েছেন বলে ভোট দিতে কেন্দ্রে আসছেন না।

অবশ্য দুপুর গড়িয়ে গেলেও পরিস্থিতির তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দৃশ্যমান হয়নি। পাশাপাশি বিভিন্নস্থানে জাল ভোট দেয়ার অভিযোগ পাওয়া যায়।
নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী তালুকদার নাজমুল হাসান দুপুরে সাংবাদিকদের নিকট অভিযোগ করেন যে, কাইচাইল ইউনিয়নের ৮ নং গহরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাবুর কাইচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার সামনেই প্রকাশ্যে নৌকা প্রতীকে জাল ভোট দেয়া হয়। এসময় তিনি প্রতিবাদ জানালে তাদেরকে হুমকি দিয়ে বসিয়ে রাখা হয় বলে তিনি জানান। পরে সেখানে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিয়তপুর জেলার সহকারী কমিশনার জিনিয়া জান্নাত সেখানে উপস্থিত হলে তিনি তার নিকট এব্যাপারে অভিযোগ জানান। জিনিয়া জান্নাত এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, অভিযোগ পেয়ে আমি সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছি।

এদিকে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ কেন্দ্রে নৌকা প্রতীকের এজেন্টদের মারধর করে বের দেয়ার জের ধরে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন বলে জানা গেছে। এছাড়া সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুররা গ্রামে নূর ইসলাম নামে নৌকা প্রতীকের এক সমর্থকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে।

এদিকে সকালে মধুখালী উপজেলায় গুনদারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট গোলাম মনসুর নান্নুর ওপর হামলা চালায় প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান বাচ্চু মৃধার আপন ছোটভাই ইমরুল মৃধা (৩৫)। এসময় পুলিশ ইমরুলকে আটক করে।

ফরিদপুর জেলা রিটানিং কর্মকর্তা রোকসানা রহমান জানান, ফরিদপুরের আট উপজেলায় ৪৯৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ফরিদপুর সদর ব্যতিত এই আটটি উপজেলা নির্বাচনে মোট ৩৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটার রয়েছেন ১০ লাখ ৬৮ হাজার ৮১৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৩৮ হাজার ৭জন, নারী ভোটার রয়েছেন ৫ লাখ ৩০ হাজার ৮০৮জন।

তিনি জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্য নিয়োজিত ছিলেন।

উল্লেখ্য, ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনে তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন ৩জন প্রার্থী। তাই এখানে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।


আরো সংবাদ



premium cement
চীনা কোম্পানি বেপজা অর্থনৈতিক জোনে ১৯.৯৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মৃত মায়ের গর্ভে জন্ম নিলো নতুন প্রাণ দুই ভাইকে পিটিয়ে হত্যার প্রতিবাদ সমাবেশে কেউ মারা যায়নি : পুলিশ সুপার হামাসকে কাতার ছাড়তে হবে না, বিশ্বাস এরদোগানের জাহাজভাঙা শিল্পে শ্রমিক নিরাপত্তার উদ্যোগ ভালো লেগেছে : সীতাকুন্ডে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ১০ দেশের অংশগ্রহণে সামরিক মহড়া শুরু করল আরব আমিরাত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের পর ২ হাজার ফিলিস্তিনি নিখোঁজ ৯ বছর পর সৌদি আরবে আসছে ইরানি ওমরা কাফেলা দুই ভাইকে পিটিয়ে হত্যা : প্রতিবাদ সমাবেশে পুলিশের হামলার নিন্দা হেফাজতে ইসলামের ভর্তি পরীক্ষায় জবিতে থাকবে ভ্রাম্যমাণ পানির ট্যাংক ও চিকিৎসক মিয়ানমার থেকে ফেরত আসা বাংলাদেশীরা কারা?

সকল