২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আওয়ামী লীগ প্রার্থীদের হারিয়ে দিলো যারা

আওয়ামী লীগ : ৩৯; জাতীয় পার্টি : ০; আ’লীগ বিদ্রোহীসহ অন্যান্য : ১৫ - সংগৃহীত

প্রথম ধাপে গতকাল ৭৮টি উপজেলা পরিষদের নির্বাচনে ৩৯টিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। এ ছাড়া ১৫টিতে দলের বিদ্রোহীসহ স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হন। জাতীয় পার্টির প্রার্থীরা কোনো পদেই জয়লাভ করেননি। গত রাত পৌনে ১টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে এসব তথ্য পাওয়া যায়।

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা জানান, বাগমারায় অনিল কুমার সরকার বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩২ হাজার ২৪৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বাবুল হোসেন পেয়েছেন তিন হাজার ৮৩৪ ভোট। 
এ ছাড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ভাইস চেয়ারম্যান এবং ভবানীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ আক্তার বেবী নারী ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, সিংড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম শফিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ৬৯ হাজার ৪৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতস্ত্র প্রার্থী আদেশ আলী পেয়েছেন (দোয়াত কলম মার্কা) ৬০ হাজার ৯ ৫১ ভোট। 
ভাইস চেয়ারম্যান পদে কামরুল হাসান কামরান (তালা মার্কা) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা হক রোজী (ফুটবল মার্কা) বিজয়ী হয়েছেন।
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, লালপুরে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে ইসাহাক আলী (নৌকা), ভাইস চেয়ারম্যান পদে মনোয়ার হোসেন মনি (উড়োজাহাজ) এবং মহিল ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার (ফুটবল) নির্বাচিত হয়েছেন।

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের চিলমারী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শওকত আলী সরকার বীরবিক্রম পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৬ হাজার ৩৭১ ভোট। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির জোবাইদুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন চার হাজার ৪৫৪ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবদুর কুদ্দুস সরকার। 

পঞ্চগড় সংবাদদাতা জানান, পঞ্চগড় সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আমিরুল ইসলাম। তিনি পেয়েছেন ২৬ হাজার ৪৯৯ ভোট। তার নিকটতম বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী আবু দাউদ প্রধান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ২৬ ভোট। তেঁতুলিয়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী মাহমুদুর রহমান ডাব্লু। তিনি পেয়েছেন ১৯ হাজার ৮৯২ ভোট। তার নিকটতম বিএনপি সমর্থক স্বতন্ত্র প্রার্থী মুক্তারুল হক মুকু আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২৪০ ভোট। আটোয়ারীতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌহিদুল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৩৮ হাজার ২৬৩ ভোট। তার নিকটতম একমাত্র স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রাহী অ্যাডভোকেট আনিছুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭১৩ ভোট। দেবীগঞ্জে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক চিশতী। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৩০ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ মনোনিত প্রার্থী হাসনাৎ জামান চৌধুরী জর্জ পেয়েছেন ২৬ হাজার ৩৪৯ ভোট। 

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, নীলফামারীর সৈয়দপুর উপজেলার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোখছেদুল মোমিন ৪০ হাজার ৬৫০ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের জয়নাল আবেদীন ভোট পেয়েছেন ২০ হাজার ৭৮৫।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান হয়েছেন আজমল হোসেন (তালা)। নারী ভাইস চেয়ারম্যান পদে সানজিদা বেগম লাকী (পদ্মফুল)।
ডোমার (নীলফামারী) সংবাদদাতা জানান, ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে তোফায়েল আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্য দিকে ভাইস চেয়ারম্যান আবদুল মালেক (তালা) ও মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ (হাঁস) মার্কা নিয়ে জয়যুক্ত হন।
কুড়িগ্রাম সংবাদদাতা জানান, কুড়িগ্রাম সদর উপজেলায় আওয়ামী লীগের আমান উদ্দিন আহমেদ মঞ্জু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৪ হাজার ৪০০। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাইদুল হাসান দুলাল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ১৪৯ ভোট। 

ভুরুঙ্গামারীতে আওয়ামী লীগের নুরন্নবী চৌধুরী খোকন নৌকা প্রতীক নিয়ে ৫২ হাজার ৫১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাকের পার্টির আবদুল হাই মাস্টার গোলাপফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ১৪৬ ভোট। 
নাগেশ^রীতে আওয়ামী লীগের মোস্তফা জামান নৌকা প্রতীক নিয়ে ৪১ হাজার ৯৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 
রাজারহাট উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী মোটরসাইকেল প্রতীকে ৪৬ হাজার ৬৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত আবু নুর মো: আক্তারুজ্জামান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৮৮ ভোট। 

উলিপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম হোসেন মন্টু নৌকা প্রতীক নিয়ে ৫৫ হাজার ৯২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাজাদুর রহমান তালুকদার সাজু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৩৪২ ভোট। এই উপজেলায় চারটি কেন্দ্র স্থগিত ঘোষণা করা হয়েছে। 

চিলমারীতে আওয়ামী লীগের শওকত আলী সরকার বীরবিক্রম নৌকা প্রতীক নিয়ে ৩৬ হাজার ৩৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির জোবাইদুল ইসলাম বাদল লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন চার হাজার ৪৫৪ ভোট। 
রাজিবপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আকবর হোসেন হিরু আনারস প্রতীক নিয়ে ২০ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত শফিউল আলম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৬৬২ ভোট। 

জয়পুরহাট সংবাদদাতা জানান, জেলার পাঁচ উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেনÑ কালাইয়ে নৌকা মার্কার প্রার্থী মিনফুজুর রহমান মিলন (প্রাপ্ত ভোট -৫০৭১৫), ক্ষেতলালে নৌকা প্রার্থী মোস্তাকিম মণ্ডল (প্রাপ্ত ভোট-৩৪২০১), আক্কেলপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুস সালাম আকন্দ আনারস মার্কা (প্রাপ্ত ভোট-২৮৫৪৬)বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এ দিকে সদর উপজেলায় আওয়ামী লীগের এস এম সোলায়মান আলী ও পাঁচবিবিতে আওয়ামী লীগের মনিরুল শহীদ মুন্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


আরো সংবাদ



premium cement
গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা বছরে পৌনে ৩ লাখ মানুষের মৃত্যু দূষণে

সকল