২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ডিএনসিসি উপ-নির্বাচন : মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ডিএনসিসি
ডিএনসিসি উপ-নির্বাচন : মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ - নয়া দিগন্ত

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ-নির্বাচনে পাচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

আগারগাওস্থ নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম আজ রোববার এ প্রতীক বরাদ্দ দেন।

আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম নৌকা, জাপার শাফিন আহমেদ লাঙল, স্বতন্ত্র আব্দুর রহিম টেবিল ঘড়ি, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান দেওয়ান আম, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহীন খান পেয়েছেন বাঘ প্রতীক।

প্রার্থীরা ভোট গ্রহণের ৩২ ঘন্টা পূর্ব পর্যন্ত প্রচার-প্রচারণা চালাতে পারবেন। অর্থাৎ শেষ সময় ২৬ ফেব্রুয়ারি রাত ১২টা।

সবাই যেন আচরণবিধি মেনে প্রচার প্রচারণা করেন সেই আহ্বান জানিয়েছেন উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম।

২৮ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আনিসুল হকের মৃত্যুর পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদটি শূন্য ছিল।

একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তোলার পর বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট স্থানীয় সরকারের এই নির্বাচন বর্জন করেছে। নির্বাচনে অংশ নিচ্ছে না বাম গণতান্ত্রিক জোটও।

সব মিলিয়ে ২৫ জন এই নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র নিয়েছিলেন, তবে জমা দিয়েছেন তার এক-চতুর্থাংশ। এখন টিকে থাকলেন পাঁচজন।

ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচনের সাথে ঢাকা উত্তর ও দক্ষিণের নতুন ৩৬টি ওয়ার্ডেও ভোট হবে ২৮ ফেব্রুয়ারি। ঢাকা উত্তরে ৯ ও ২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদেও উপনির্বাচন হবে একই দিন।

ঢাকা উত্তরে সাধারণ কাউন্সিলর পদে ১৬৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সেখানে সাধারণ কাউন্সিলর পদে ১৫৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২৫ জন মনোনয়নপত্র জমা দেন।


আরো সংবাদ



premium cement
পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে পলাশ প্রেসক্লাবের সভাপতি মনা, সম্পাদক রনি তীব্র গরমে আইনজীবীদের গাউন পরতে হবে না বগুড়া পশ্চিম সাংগঠনিক জেলা জামায়াতের উদ্যোগে ভার্চুয়ালি রুকন সম্মেলন অনুষ্ঠিত তেঁতুলিয়া নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত

সকল