২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

যেসব আসনে নৌকা জয়ী

- ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ ও গণনা শেষে বিভিন্ন আসনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিপুল ব্যাবধানে এগিয়ে আছে।

গোপালগঞ্জ সংবাদদাতা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মভূমি টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ( নৌকা) ২ লাখ ৩২ হাজার ১৪২ ভোট পেয়ে এ আসন থেকে সপ্তমবারের মতো বে-সরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ২ লাখ ৮১ হাজার ৯০৯। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাত পাখা প্রতীকে তসলিম শিকদার পেয়েছেন ৬০৮ ভোট। এ আসনে বিএনপির সিরাজুল ইসরাম সিরাজ পেয়েছেন ২৮৬ ভোট। এ আসনে মোট ভোটার ২ লাখ ৮৩ হাজার ৭৪৯।

আওয়ামী লীগের প্রেসিডয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান গোপালগঞ্জ-১ আসন থেকে নৌকা প্রতীকে বেসরকারীভাবে বিজয়ি হয়েছেন। তিনি পেয়েছেন ৩ লাখ ৩ হাজার ১৫২ ভোট। আর বিএনপি প্রার্থী পেয়েছেন ৫৭ ভোট।

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নৌকা প্রতীকে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট।

বান্দরবান সংবাদদাতা :  ৬ষ্ঠ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন বান্দরবানের আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুর উশৈসিং। তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬৩৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী পেয়েছেন ৫৮ হাজার ৪৮৭ ভোট। ৮৪ হাজার ১৪৮ ভোটে বীর বাহাদুর বিজয়ী হলেন বান্দরবান ৩০০ নং আসনে।

ফরহাদ খান, নড়াইল : নড়াইল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী কবিরুল হক মুক্তি ও নড়াইল-২ আসনে মাশরাফি বিন মর্তুজা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা আনজুমান আরা বেসরকারিভাবে নৌকা প্রতীকের দুই প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন।
নড়াইল-১ আসনে কবিরুল হক মুক্তি নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৫২৯ ভোট।

আর নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা নৌকা প্রতীকে ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

শরীয়তপুর সংবাদদাতা : শরীয়তপুর-৩টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শরীয়তপুর-১ (পালং জাজিরা) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। তিনি পেয়েছেন ২ লাখ ৭২ হজার ৯৩৪ ভোট।

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামীম। তিনি পেয়েছেন ২ লাখ ৭৯ হাজার ৬৪০ ভোট।

শরীয়তপুর-১ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনে নির্বাচিত হয়েছেন বর্তমান এমপি নাহিম রাজ্জাক। তিনি পেয়েছেন ২ লাখ ১৭ শত ৪৪৮ ভোট। ধানের শীষ প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু ২ হাজার ৬৫৬ ভোট।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা : ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞ্জা) আসনে মহাজোট মনোনীত প্রার্থী লে: জে: (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেছেন। মাসুদ উদ্দিন চৌধুরী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৯০ হাজার ২১১ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে আকবর হোসেন পেয়েছেন ১৫ হাজার ৬৭ ভোট।

চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে অধ্যাপক মো. আলী আশরাফ ৮৩টি কেন্দ্রের মধ্যে ৮২টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৮৮ হাজার ৬৫০ ভোট পেয়ে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোট প্রার্থী ধানের শীষ প্রতীকে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ১৫ হাজার ৮৯১ ভোট পেয়েছেন। 

সাহাদাত শাহিন, ভোলা : ভোলার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বিজয়ী প্রার্থীরা হলেন, ভোলা-১ আসনে আ’লীগ প্রার্থী তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনে আলী আজম মুকুল, ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ আসনে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

ভোলা-১ আসনে আ’লীগ প্রার্থী তোফায়েল আহমেদ ২ লাখ ৪২ হাজার ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর ৭ হাজার ২২৪ ভোট। 

ভোলা-২ আসনে আ’লীগ প্রার্থী আলী আজম মুকুল পেয়েছেন ২ লাখ ২৬ হাজার ১২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজ ইব্রাহিম পেয়েছেন ১৩ হাজার ৯৯৯ ভোট। 

ভোলা-৩ আসনে আ’লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৫০ হাজার ৪১১। তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা মো: মোসলে উদ্দিন পেয়েছেন ৪ হাজার ৫৫ ভোট। এখানে বিএনপি প্রার্থী মেজর অব হাফিজ উদ্দিন পেয়েছেন ২ হাজার ৫০২ ভোট।

ভোলা-৪ আসনে আ’লীগ প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব পেয়েছেন ২ লাখ ৯৯ হাজার ১৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন প্রার্থী এ্যাড. মহিবুল্লাহ পেয়েছেন ৬ হাজার ২২২। এখানে বিএনপির নাজিম উদ্দিন আলম পেয়েছেন ৫ হাজার ৪৭ ভোট। 

নাটোর সংবাদদাতা : নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বেসরকারী ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস (নৌকা) ২ লাখ ৮৬ হাজার ২৬২ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. আলাউদ্দিন মৃধা (লাঙ্গল) ছয় হাজার ৯৭৯ ভোট পেয়েছেন। 

নাটোর-৩ সিংড়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।জুনাইদ আহমেদ পলক নৌকা প্রতীকে ১১৮টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮৮১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী দাউদার মাহমুদ ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ৮ হাজার ৭৫০। যার ফলে নৌকা ২ লাখ ২২ হাজার ১৩১ ভোটের বিশাল ব্যবধানে বে-সরকারি ভাবে বিজয়ী হয়েছেন। 

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর জেলার দুটি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। মেহেরপুর-১ আসনে ১ লাখ ৬৯ হাজার ২শ ৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফরহাদ হোসেন দোদুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদ অরুণ পেয়েছেন ১২ হাজার ৯শ ৫৯ ভোট।

অন্যদিকে মেহেরপুর-২ আসনে ১ লাখ ৬৯ হাজার ১৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহিদুজ্জামান খোকন (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৯শ ভোট।

কুষ্টিয়া সংবাদদাতা:  কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আ.ক.ম সরোয়ার জাহান বাদশা। ১২৬ কেন্দ্রের মধ্যে সবগুলোর ভোট গণ শেষে সংশ্লিষ্ট সূত্র বেসরকারিভাবে এ ফলাফল জানিয়েছে।

নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আ.ক.ম সরোয়ার জাহান বাদশা পেয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৯৭৮ ভোট। তার নিকটতম প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে সাবেক এমপি রেজা আহমেদ বাচ্ছু মোল্লা পেয়েছেন ৩ হাজার ৪২০ ভোট। এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ১১৬।


আরো সংবাদ



premium cement