২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

‘ওরা আমাদেরকে ডামি হিসেবে নিয়েছে’

শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় - সংগৃহীত

এবারের নির্বাচনে ভোট জালিয়াতির নতুন পদ্ধতি দেখলেন ভোটাররা। ভোট কেন্দ্রে ভোটাররা ঠিকই
গেছেন কিন্তু তারা তাদের নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। তাদের ভোট সরকারদলীয়
ক্যাডাররা দিয়ে দিয়েছেন। এরপর আঙ্গুলে অমোচনীয় কালি লাগিয়ে দিয়েছেন।

ঢাকা-৬ আসনের টিকাটুলি শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় কেন্দ্র থেকে বের হয়ে এরকম অভিজ্ঞতার কথা বলছিলেন
অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা। তিনি ক্ষোভের সাথে এই প্রতিবেদককে বলেন, আমি ভোট কেন্দ্রে
ঠিকই গেছি কিন্তু আমার ভোটটা আমি দিতে পারিনি। ওরা আমার হাতের আঙ্গুলে কালি দিয়ে বলে
আপনার ভোট হয়ে গেছে।

চোখে মুখে প্রচন্ড বিরক্ত নিয়ে বলেন, আমি জীবনে বহু নির্বাচনে দায়িত্ব পালন করেছি কিন্তু এরকম
অবস্থা দেখিনি। ওরা আমাকে চিনে তারপরও আমার সাথে এরকম করল। বলার কিছুই নেই।

তার পাশেই আরেক জন ভোটার বলছিলেন, হিটলার ছিলো বিশ্বের সবচেয়ে বড় স্বৈরাচারী কিন্তু তারও
পতন হয়েছে।

পাশেই অপর এক ভোটার বলেন, বিদেশি পর্যবেক্ষকরা এই কেন্দ্রে আসছিলেন বলে ওরা আমাদেরকে
ডামি হিসেবে নিয়েছেন। না হলে আমিও আমার ভোটটা দিতে পারতাম না।


আরো সংবাদ



premium cement