২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইসিতে যাচ্ছেন ড. কামালসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা

ড. কামাল হোসেন। - সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের মাত্র চারদিন আগে সব দলের প্রার্থীর জন্য ‘সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড' তৈরির দাবি নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

মঙ্গলবার দুপুরে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ পর্যায়ের নির্বাচন কমিশনে যাবেন বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের ১০ জন নেতা ইসিতে যাবেন। তারা নির্বাচন ভবনে গিয়ে সিইসির সঙ্গে কথা বলবেন।

উল্লেখ্য, এর আগেও ড. কামাল হোসেনসহ ঐক্যফ্রন্টের নেতারা সিইসি কে এম নুরুল হুদার সাথে দেখা করে নির্বাচনে লেভেল প্রেয়িং ফিল্ডসহ নেতাকর্মীদের গ্রেফতার না করার দাবি জানিয়েছিলেন। কিন্তু এরপরও সারাদেশে শত শত নেতাকর্মীকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় ধানের শীষের প্রার্থীদের উপর হামলা করা হচ্ছে।

 


আরো সংবাদ



premium cement