২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মুরাদনগর ও বাঙ্গরা থানার ওসি প্রত্যাহারের দাবি ইসিতে

-

কুমিল্লার মুরাদনগর ও বাঙ্গরা থানার ওসিদের প্রত্যাহারের দাবি জানিয়ে সিইসিকে চিঠি দিয়েছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের ধানের শীষের প্রার্থী কেএম মুজিবুল হক। আজ আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি বরাবর চিঠি দিয়েছেন তিনি।

চিঠিতে তিনি বলেন, মুরাদনগরে পুলিশের কারণে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ প্রশাসন সরাসরি নৌকা প্রতীকের পক্ষে অবস্থান নিয়ে ধানের শীষের নেতা-কর্মী ও ভোটারদের তাড়িয়ে বেড়াচ্ছে। বাড়ি বাড়ি তল্লাশী করে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এ পর্যন্ত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ১১ জনকে অস্ত্রের মুখে জিম্মী করেছে ক্ষমতাসীনদের ক্যাডার বাহিনী।

অভিযোগে তিনি বলেন, পাহাড়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল শিকদারকে রাতের আধারে পুলিশ গ্রেফতার করে। ১০টি ককটেল পাওয়া গেছে দেখিয়ে কাল্পনিক মামলা করা হয়েছে। তাই অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য মুরাদনগর ও বাঙ্গরা থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান কুমিল্লা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী।


আরো সংবাদ



premium cement