২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ড. কামালের নেতৃত্বে আজ রোডমার্চ করতে যাচ্ছে ঐক্যফ্রন্ট

ড. কামাল হোসেন। - ছবি: সংগৃহীত

প্রবীণ আইজীবী, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের নেতৃত্বে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের আহবান জানিয়ে আজ শনিবার দুপুরে টঙ্গী থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বেলা ২টায় টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি মাঠে পথসভার মধ্য দিয়ে শুরু হয়ে ময়মনসিংহ হয়ে শেরপুর পর্যন্ত প্রচারণা চালাবে জাতীয় ঐক্যফ্রন্ট।

জানা গেছে, ঢাকায় রোডমার্চের প্রথম পথসভা হবে। শনিবার বেলা ২টায় টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি মাঠে পথসভাটি হবে। এরপরে গাজীপুর চৌরাস্তা, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর হয়ে শেরপুর এই পথসভা শেষ হবে।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ৯টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন ঐক্যফ্রন্টের নেতারা। একই দিনে বিকাল ৩টায় বিএনপির নয়াপল্টন অফিস থেকে বিজয় র‌্যালি করা হবে।

বৃহস্পতিবার বিকালে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী অফিস পুরানা পল্টনে জোটের সমন্বয় কমিটির বৈঠকের পর এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন গণফোরাম নেতা জগলুল হায়দার আফ্রিক।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ঐক্যফ্রন্ট নেতা শাহ মোহাম্মদ


আরো সংবাদ



premium cement