২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মেজর হাফিজের ওপর হামলা

মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম। - ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক পানি সম্পদমন্ত্রী ও ভোলা-৩ আসনের বিএনপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ করেছে তার সঙ্গে থাকা নেতাকর্মীরা।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকার সদরঘাট থেকে লঞ্চে ভোলা যাওয়ার পথে এ হামলা চালানো হয়।

জানা গেছে, সন্ধ্যায় ভোলায় নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য সদরঘাটে লঞ্চ ‘তাশরিফ-৪’ এ ওঠেন বিএনপি প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দন আহমেদ। লঞ্চে ওঠার পর ২০-২৫ জনের একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালায় তার ওপর। ওই লঞ্চটির মালিক ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের।

এ ঘটনায় সদরঘাট নৌ থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে হামলার খবর পেলে সেখানে ফোর্স পাঠানো হয়।

এর আগে মেজর হাফিজ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে তার নিজ এলাকায় যেতে পারছেন না বলে অভিযোগ করেন। তার প্রতিপক্ষ আওয়ামী লীগের নৌকার প্রার্থী যুবলীগ নেতা ‍নুরুন্নবী চৌধুরী শাওন। তিনি ভোলা-৩ আসনের বর্তমান বর্তমান এমপিও বটে।


আরো সংবাদ



premium cement