১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আপিল বিভাগে শুনানির আগেই দুলুকে আটক

রুহুল কুদ্দুস তালুকদার দুুলু। - ছবি: সংগৃহীত

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

আজ বুধবার বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয।

পুলিশ জানিয়েছে, শেরেবাংলা থানায় নাশকতার মামলায় দুলুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দুলুর একান্ত ব্যক্তিগত সহকারী শামসুল আলম রনি জানান, আজ ১১টার সময় বাসা থেকে ডিবি পুলিশ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আটক করে নিয়ে গেছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করছেন তিনি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন দুলু। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। এরপর নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন তিনি। কিন্তু ইসিতেও তার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়।

এরপর ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন দুলু। শুনানি শেষে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দেন।

কিন্তু চেম্বার বিচারপতি হাইকোর্টের ওই আদেশের ওপর গতকাল মঙ্গলবার স্থগিতাদেশ দেন। আজ বুধবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।


আরো সংবাদ



premium cement