২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পিতা-মাতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু

পিতা-মাতার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া -

পিতা-মাতার কবর জিয়ারত করার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সাবেক ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া।

মঙ্গলবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরনান্দপুর নিজ গ্রামে পিতা-মাতার কবর জিয়ারত করেন তিনি। এসময় পরমানন্দপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়া ও নিপীড়িত মানুষের মুক্তির লক্ষ্যে, তারেক রহমানের দেশে ফেরার লক্ষ্যে ও দেশে গণতন্ত্রের সুষ্ঠু ধারা ফিরিয়ে আনতে ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট চাই। ইতিপূর্বেও আমাকে ধানের শীষে ভোট দিয়ে কয়েকবার আপনারা নির্বাচিত করেছেন। বিএনপি দলের প্রতিষ্ঠালগ্ন থেকে দলের জন্য নিবেদিত হয়ে আপনাদের পাশে ছিলাম, এখনও আছি, ইনশা আল্লাহ ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করার অনুরোধ জানাচ্ছি।

উল্লেখ্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এ আসন থেকে ইতোপূর্বে ৪ বার নির্বাচিত এমপি ছিলেন।


আরো সংবাদ



premium cement