২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আশরাফুল আলম (হিরো আলম) - ছবি : সংগ্রহ

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক মনোনয়নপত্র বাতিল করে দেওয়া আদেশ স্থগিত করে বগুড়ার আলোচিত প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম) মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে হিরো আলমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাওছার আলী।

এর আগে গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে রিটার্নিং কর্মকর্তা হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন। সংগৃহীত ভোটারদের ১০ জনের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন হিরো আলম।

কিন্তু গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশন মনোনয়ন অবৈধ ঘোষণার পর গত ৯ ডিসেম্বর তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও হিরো আলম পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।


আরো সংবাদ



premium cement