২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

যে কারণে হিরো আলমের মনোনয়ন বাতিল হলো

হিরো আলম। - ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থী হওয়া আলোচিত ইউটিউব তারকা আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার আশরাফ হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন হিরো আলম। কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলে নিজ নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ শতাংশের স্বাক্ষর প্রয়োজন হয়। তবে হিরো আলম ভোটারদের স্বাক্ষর-সম্বলিত যে তালিকা জমা দিয়েছেন তা যাচাই করে দেখা গেছে, তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন। এজন্য তার মনোনয়ন বাতিল হয়েছে।

তবে হিরো আলম নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানা গেছে। এর আগে তিনি স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে ১৬ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন।


আরো সংবাদ



premium cement