১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এরশাদ হাসপাতালে, বিদেশও নেয়া হতে পারে

হুসেইন মুহাম্মদ এরশাদ। - ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন বলে জানিয়েছেন দলের নেতারা।

সোমবার রাতে এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলওয়ার জালালী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দলের চেয়ারম্যান এরশাদ শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত চেকআপের অংশ হিসেবে সিএমএইচে যান। তিনি এখন সেখানেই আছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘নিয়মিত চেকআপের জন্য এই মাসেই সিঙ্গাপুর যাওয়ার কথা। কিন্তু নির্বাচনের ঝামেলার কারণে তিনি যাননি।’

তবে এ ব্যাপারে দলের দায়িত্বশীল কোন নেতা এখনো কিছু বলেননি।

এর আগে ২০১৪ সালে নির্বাচনের আগেও এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী জোর করে তাকে হাসপাতালে ভর্তি করে রেখেছিলো বলে অভিযোগ করেছিলেন।

এদিকে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সাথে আসন বণ্টন নিয়ে এখনোও এরশাদের সমঝোতা হয়নি। একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এ নিয়ে তিনি বৈঠক করেন।

প্রসঙ্গত, এর আগে ২৫ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন এরশাদ।

 


আরো সংবাদ



premium cement

সকল