১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

আরপিও’র ধারা স্পষ্টীকরণে ইসি সচিবকে বিএনপির চিঠি

-

‘গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) আরপিও ১২(৩) (বি) এর আলোকে প্রাথমিক মনোনয়ন এবং ১৬(২) এর আলোকে চূড়ান্ত মনোনয়ন নিয়ে অস্পষ্টতা দূরীকরণ’ সংক্রান্ত চিঠি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার নির্বাচন কমিশন সচিব বরাবর ইসি সচিবের দফতরে চিঠি জমা দেয়ার পর বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার বলেন, আমাদের জোটগত প্রতীক ব্যবহার ও প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া নিয়ে কিছু বিষয়ে অস্পষ্টতা দূরীকরণ চাওয়া হয়েছে। সেই আথে স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটে অংশগ্রহণ করতে পদত্যাগ করতে হবে কিনা তা নিয়ে স্পষ্টীকরণ বিষয়ে আলাদা একটি চিঠি দেয়া হয়েছে। সেই সাথে স্থানীয় জনপ্রতিনিধিদের ভোটে অংশগ্রহণ করতে পদত্যাগ করতে হবে কিনা তা নিয়ে স্পষ্টীকরণ বিষয়ে আলাদা একটি চিঠি দেয়া হয়েছে।

জোটগত প্রার্থী মনোনয়ন ও চূড়ান্ত প্রার্থীর প্রতীক নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করতে কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে দলটি।

চিঠিতে বলা হয়েছে- মনোনয়নপত্রের ফরম-২ এ প্রাথমিক মনোনয়ন মর্মে উল্লেখ নেই। এতে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে প্রাথমিক ও চূড়ান্ত মনোনয়ন কীভাবে দেয়া হবে তা স্পষ্টীকরণ দরকার।

২০ দলীয় জোট/জাতীয় ঐক্যফ্রন্ট/নিবন্ধিত রাজনৈতিক প্রাথমিক মনোনয়ন দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে জোট /দল/ঐক্যফ্রন্ট কী প্রক্রিয়ায় তা সম্পন্ন করবে- অর্থাৎ জোটভুক্ত দলগুলো ভিন্ন ভিন্ন প্রাথমিক মনোনয়ন দেবে কিনা?

জাতীয় ঐক্যফ্রন্টের/২০ দলীয় জোটের প্রত্যেক নিবন্ধিত দল একটি আসনে এক বা একাধিক প্রার্থী প্রাথমিক মনোনয়ন দেওয়ার পর চূড়ান্ত মনোনয়নে ফ্রন্টের/জোটের একটি দলের একজন প্রার্থীকে ওই আসনে মনোনয়ন দেয়ার পর জোট/ফ্রন্টভুক্ত ওই আসনের বৈধ প্রার্থীদের মনোনয়ন বলবৎ থাকবে কিনা?


আরো সংবাদ



premium cement