২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আরপিও সংশোধন নিয়ে ৩০ আগস্ট ইসির পরবর্তী সভা

-

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) ১৯৭২ সংশোধন নিয়ে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন ইসি। তবে কোন কোন ধারায় পরিবর্তন আসছে তা এখনো বলা যাচ্ছে না। ইসি আরও কয়েকটি বৈঠকের পর সিদ্ধান্ত নেবে কোন কোন ধারায় পরিবর্তন আানা হবে। এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়েও আলোচনা শুরু হয়েছে।

আজ রোববার সকাল ১০টায় নির্বাচন কমিশন (ইসি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) ১৯৭২ সংশোধন নিয়ে ইসি’র ৩৫তম বৈঠক শেষে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের একথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর রফিকুল ইসলাম জানান, আরপিও সংশোধনীর বিষয়ে আলোলোচনা শুরু হয়েছে। পাশাপাশি ইভিএম ব্যবহারেরর বিষয়েও আলোচনা হয়েছে। আরো কয়েকটি বৈঠকের পরে সিদ্ধান্ত হবে কোন কোন ধারা পরিবর্তন আনা হবে। নির্বাচন কমিশনে আালোচনার পর প্রস্তাবিত ধারাগুলো আাইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। ইভিএম অন্তর্ভুক্তির চেষ্টা চলছে। আইন মন্ত্রণালয় সবকিছু ঠিকঠাক করে সংসদে পাঠাবে। এরপর সংসদে পাস হবে। তবে বর্তমান সরকারের মেয়দের শেষ দিকে এসে আরপিও সংশোধনের খুব একটা সুযোগ থাকছে না। আাগামী ৯ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনই বর্তমান সরকারের বিদায়ী অধিবেশন ধরা হচ্ছে।

এদিকে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আগামী অধিবেশনে প্রস্তাবগুলো পাঠানো সম্ভব হবে কি না নিশ্চিত করা যাচ্ছে না।


আরো সংবাদ



premium cement