১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না জাহাঙ্গীরনগর

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না জাহাঙ্গীরনগর - ছবি : নয়া দিগন্ত

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছেনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সকল পাবলিক বিশ্ববিদ্যালয় একটি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেয়ার বিষয়কে নাকচ করে দিয়েছে জাবির অ্যাকাডেমিক কাউন্সিল। মঙ্গলবার অনুষ্ঠিত এক বিশেষ একাডেমিক কাউন্সিলে নিজেদের নিয়মে স্নাতক (সম্মান)এর ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

কাউন্সিলের সিদ্ধান্তের বিষয়ে জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ জানান, ‘গত ১৬ তারিখের পর মঙ্গলবার অ্যাকাডেমিক কাউন্সিল সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সভার আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিবেনা। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেদের সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয় এ্যাক্ট অনুযায়ী আমরা নিজেদের পদ্ধতিতে পরীক্ষা নেব। তবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মতামতকে বিবেচনায় রাখব। প্রধান ৫ টি বিশ্ববিদ্যালয় ব্যতিত বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা নিবে, আমরা এবছর তাদের ‘অবস্থা’পর্যবেক্ষণ করব।’

এ বিষয়ে জাবির প্রো-ভিসি শিক্ষা অধ্যাপক নূরুল আলম বলেন,‘ইউজিসির আয়োজিত সমন্বিত ভর্তি পরীক্ষায় এ বছর অংশ নিবেনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন বলেন,‘সমন্বিত ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বকীয়তা ও শিক্ষক-শিক্ষার্থী স্বাধীনতা বিরোধী বলে মনে করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল। এছাড়া সমন্বিত ভর্তির ধারণাটি এখন পর্যন্ত জটিল ও অস্পষ্ট। এ পদ্ধতিতে প্রশ্ন ফাঁসেরও আশঙ্কা রয়েছে। সেজন্য জাবির অ্যাকাডেমিক কাউন্সিল এই মুহূর্তে এমন অস্পষ্ট এবং জটিল পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ‘না’ নেয়ার বিষয়ে সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছে।’


আরো সংবাদ



premium cement