২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রাবি থেকে পি.এইচ.ডি ডিগ্রী অর্জন করলেন ইশতিয়াক

- নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে পিএইচ.ডি ডিগ্রী অর্জন করলেন বগুড়ার পুণ্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ইশতিয়াকুল আলম মামদূদ। বিশ্ববিদ্যালয়ের ৪৯৬তম সিন্ডিকেট সভায় এ ডিগ্রী অনুমোদন দেয়া হয়।

‘ইলমু মুকারানাতিল আদয়ান ফিল আসরিল হাদীস: মানাহিজুহূ ওয়া ইত্তিযাহাতুহু (COMPARATIVE RELIGION IN MODERN ERA: METHODS AND TRENDS) গবেষণা শিরোনামে তিনি পি.এইচ.ডি করেন। তার গবেষণা সুপারভাইজার ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন। পরীক্ষক বোর্ডের সদস্য ছিলেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি ও ফার্সী বিভাগের অধ্যাপক ড. ইশারাত আলী মোল্লা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল লতীফ।

ড. ইশতিয়াক রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক এ কে এম শামসুল আলম ও জাহানারা আলমের চতুর্থ পুত্র এবং রাবির আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের সহোদর। তিনি পুণ্ড্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং সাবেক ছাত্র উপদেষ্টা। তিনি সকলের দোয়া প্রার্থী।


আরো সংবাদ



premium cement