১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষা

অনির্বাচিত ভর্তি পরীক্ষার্থীদের আবেদনের টাকা ফেরত দিবে বাকৃবি

- সংগৃহীত

অবশেষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়া শিক্ষার্থীদের আবেদন ফি ফেরত দেয়ার সিন্ধান্ত হয়েছে। প্রাথমিক বাছাইয়ের ফলে আবেদন ফি দিয়েও অর্ধেকেরও বেশি ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীকে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়নি। এ সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও প্রগতিশীল ছাত্রসংগঠন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। মানববন্ধন ও প্রতিবাদ সভা করে সব আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে অথবা অনির্বাচিত শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়ার দাবি জানানো হয়। সাতটি কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর একযোগে অনুষ্ঠিত হবে।

এ দাবির পরিপ্রেক্ষিতে ভর্তি কমিটি অবশেষে প্রাথমিক বাছাইয়ে পরীক্ষায় বসার সুযোগ না পাওয়া শিক্ষার্থীদের আবেদনের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তা ছাড়া সমন্বিত ভর্তি কার্যক্রমের ওয়েবসাইটেও এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, ভর্তি বিজ্ঞপ্তিতে আসন সংখ্যার ১০ গুণ পরীক্ষার্থীকে পরীক্ষার সুযোগ দেয়ার কথা বলা হয়েছিল। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া মোট জিপিএ ন্যূনতম ৭ থাকলে আবেদন করতে পারতেন পরীক্ষার্থীরা। আবেদন ফি নির্ধারিত ছিল এক হাজার টাকা। তবে আবেদনকারী ৭৪ হাজার ৪৫৬ পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক বাছায়ে ইতোমধ্যেই বাদ পড়েছে ৩৮ হাজার ৯৫৬ জন। কেবল চতুর্থ বিষয় ব্যতীত জিপিএ ৯.১৫ ও এর বেশি স্কোরধারী শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হচ্ছে। এতে বাদ পড়া আবেদনকারীর টাকাও ফেরত দেয়া হচ্ছিল না। তবে নানা মহলের দাবি ও আন্দোলনের ফলে টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বাকৃবি ভিসি।

সমন্বিত ভর্তি পরীক্ষার গ্রহণের জন্য এ বছর দায়িত্ব পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, প্রাথমিক বাছাইয়ে বাদ পড়া আবেদনকারীদের টাকা ফেরত দেয়া হবে। অনলাইন বাছাই প্রক্রিয়া ও ব্যাংক চার্জ বাবদ আংশিক খরচের টাকা রেখে অবশিষ্ট টাকা ফেরত দেয়া হবে।


আরো সংবাদ



premium cement
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত বিএনপি সাম্প্রদায়িক শক্তি, এদের রুখতে হবে : ওবায়দুল কাদের সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২

সকল