২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ঢাবির ক ইউনিটের ফলে ভুল : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সাদা দলের

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীার ভুল ফলাফলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থক শিকদের সংগঠন সাদা দল। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অতীত ইতিহাস ও মর্যাদাকে ভূলুণ্ঠিত করা হয়েছে বলে মনে করছে সাদা দল।

গতকাল সোমবার (২১ অক্টোবর) সাদা দলের আহŸায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম স্বারিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। পাশাপাশি ব্যবসায় শিা অনুষদের সান্ধ্য কোর্সে অনিয়ম করে ভর্তি হওয়া ৩৪ শিার্থী এবং ডাকসুর বর্তমান জিএসকে নিয়মবহির্ভূতভাবে এমফিলে ভর্তির নিন্দা জানানো হয়।

সাদা দলের বিবৃতিতে বলা হয়, ২০ অক্টোবর প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটের ভর্তি পরীার ফলাফলের ত্রæটির ঘটনায় আমরা বিস্মিত ও ক্ষুব্ধ। ভর্তি পরীার কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার কারণেই এমনটি হয়েছে বলে আমরা মনে করি। তাই এ ধরনের দায়িত্বহীন কাজের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতির গর্বের প্রতিষ্ঠান উল্লেখ করে এতে বলা হয়, সুষ্ঠু ও স্বচ্ছ ভর্তি পরীা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ দিনের ঐতিহ্য। কিন্তু আজ এর স্বচ্ছতা সম্পর্কে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। ইতঃপূর্বে পরপর তিন বছর ঘ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস, গত বছর ভর্তি পরীা বাতিল করে পুনরায় পরীা গ্রহণ, অবৈধ ও অনিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বিজনেস স্টাডিজ অনুষদের ৩৪ শিার্থীকে ভর্তি এবং ডাকসুর বর্তমান জিএসের বিধিবহির্ভূত প্রক্রিয়ায় এমফিল প্রোগ্রামে ভর্তির ঘটনায় বিশ্বদ্যিালয়ের ভাবমূর্তি যখন মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ, ঠিক তখনি ক ইউনিটের ভর্তির পরীার ফলাফলে ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ফলাফল স্থগিত যথেষ্ট উল্লেখ করে এতে বলা হয়, আমরা মনে করি যাদের দায়িত্বহীনতার কারণে এ ঘটনাটি ঘটেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা উচিত। কারো গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে কোনো শিার্থীর স্বপ্ন ভ‚লণ্ঠিত হোক এটি কোনোভাবেই কাম্য নয়। তাই ফলাফল পুনঃনিরীণ করে দ্রæত ক ইউনিটের ভর্তি পরীার ফল প্রকাশ এবং একই সাথে একটি সুষ্ঠু ও নিরপে তদন্তের মাধ্যমে এ ত্রæটির জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপরে কাছে দাবি জানাচ্ছি।

বিবৃতিতে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো: লুৎফর রহমান এবং অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খানসহ অন্যান্যের মধ্যে স্বার করেন অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. মো: আখতার হোসেন খান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মো: আবুল কালাম সরকার, অধ্যাপক মো: আতাউর রহমান বিশ্বাস, অধ্যাপক ড. মো: শহীদুল ইসলাম, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. মো: হাসানুজ্জামান খান, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক ড. মো: নুরুল আমিন, ড. মো: মহিউদ্দিন, অধ্যাপক ড. মো: গোলাম রব্বানী, অধ্যাপক ড. মো: আবদুর রশীদ, অধ্যাপক আহমেদ জামাল আনোয়র, মোহাম্মদ দাউদ খান, ইসরাফিল প্রামাণিক, মো: আল আমিন, সাবরিনা শাহনাজ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু মৃত্যু কেএনএফ সম্পৃক্ততা : গ্রেফতার ছাত্রলীগ নেতা সম্পর্কে যা জানা গেছে দেশে টিআইএনধারীর সংখ্যা ১ কোটি ২ লাখ শ্রমজীবি মানুষের মাঝে ক্যাপ, পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম নোয়াখালীতে হিট স্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে

সকল