২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ভ‌র্তি পরীক্ষা : বিনামূল্যে পানি কলম নাশতা সরবরাহ করছে বু‌য়েট শিক্ষার্থীরা

স্বেচ্ছাসেবীদের একজন - ছবি : নয়া দিগন্ত

বাংলা‌দেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বু‌য়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা অভিভাবকদের বিনামূল্যে পানি, নাশতা ও কলম সরবরাহ করছে বুয়েটের শিক্ষার্থীরা।

আজ সোমবার পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা থেকে পরীক্ষা শুরু হয়। দুই শিফটে এটি সম্পন্ন হবে। 

আর্কিটেকচার বিভাগে ভর্তির জন্য দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অতিরিক্ত সময় ড্রয়িং পরীক্ষা দিতে হবে।

জানতে চাইলে স্বেচ্ছাসেবীদের একজন জানান, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকদের জন্য পানি, হালকা নাশতা এবং শিক্ষার্থীদের জন্য ক্যালকু‌লেটর ও কল‌মের ব্যবস্থা করেছেন। অনেক সময় ক্যালকুলেটর ও কলম শিক্ষার্থীরা আনতে ভুলে যান বা পথে হারিয়ে ফে‌লেন। সেজন্য ভর্তিচ্ছুদের জন্য আমরা এসবের ব্যবস্থা করেছি। এছাড়াও অভিভাবকরা হালকা পানি ও নাস্তার জন্য এদিক-ওদিক ছোটাছুটি করেন। তাদের সেই প্রয়োজন থেকেও আমরা পানি ও নাশতার ব্যবস্থা করেছি।

বুয়েট ক্যাম্পাসের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখা যায়, শিক্ষার্থীরা দু-তিনজন হয়ে গ্রুপভিত্তিক দাঁড়িয়ে আছেন। ক্যাম্পাসে আসা অভিভাবকদের তারা পথনির্দেশনা দিচ্ছেন।

ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, এ বছর ভর্তির জন্য ১৬ হাজার ২৮৮টি আবেদন পড়েছিল। তার মধ্যে থেকে ১২ হাজার ১৬১ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে আট হাজার ৮৯৬ জন ছাত্র ও তিন হাজার ২৬৫ জন ছাত্রী।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে মেধা অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ পাবেন এক হাজার ৬০ জন। এরমধ্যে এক হাজার পাঁচ জন ইঞ্জিনিয়ারিং বিভাগে ও ৫৫ জন আর্কিটেকচার বিভাগে ভর্তি হতে পারবেন।

ফলাফল প্রকা‌শিত হ‌বে আগামী ৫ নভেম্বরের মধ্যে।

এর আগে শনিবার সকালে শিক্ষার্থীদের ৫ দফা মেনে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন ৫ দফা মেনে নেয়ায় তারা ১৩ ও ১৪ তারিখ আন্দোলন শিথিল করে।

পরীক্ষার পরদিন থেকে ১০ দফা দা‌বি‌তে তাদের পূর্বের আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।


আরো সংবাদ



premium cement
‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা জাতীয় দলে যোগ দিয়েছেন সাকিব, বললেন কোনো চাওয়া-পাওয়া নেই কারওয়ান বাজার থেকে সরিয়ে নেয়া হচ্ছে ডিএনসিসির আঞ্চলিক কার্যালয় এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩

সকল