২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

দাবি না মানলে শুক্রবার দুপুর থেকে বুয়েটের সব ভব‌নে তালা

সংবাদ সম্মেলনে কথা বলছেন বুয়েটের আন্দোলতরত শিক্ষার্থীরা - নয়া দিগন্ত

শুক্রবার দুপুর ২টার মধ্যে বুয়েটের ভি‌সিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করে ১০ দফা দাবি মেনে নিতে হবে। অন্যথায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সকল ভবনে তালা দেয়ার হু‌শিয়া‌রি দিয়েছেন আবরার হত্যার বিচার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, এখনো পর্যন্ত ভি‌সি স্যার আমাদের সাথে শিক্ষার্থীদের ১০দফা দাবির বিষয়ে কোনো আশ্বাস বা কথা বলেননি। বারবার তার সা‌থে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আমরা আগামীকাল শুক্রবার দুপুর দুইটা পর্যন্ত দেখবো অন্যথায় একাডেমিক ভবনসহ অন্যান্য সকল ভবনে তালা লাগিয়ে দেয়া হবে।

তারা আরো বলেন, শিক্ষক সমিতি ও এলামনাই (বুয়েটের সাবেক শিক্ষার্থী) আমাদের সাথে সংহতি প্রকাশ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।

শিক্ষার্থীরা বলেন, আমরা আবরারের পরিবারের মামলার সকল ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করার দাবি জানিয়েছিলাম কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিশ্ববিদ্যালয় থেকে সকল অভিযুক্তকে স্থায়ীভাবে বহিষ্কার জন্য আমরা দা‌বি জা‌নি‌য়ে‌ছি। কিন্তু এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একমত পোষণ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা আমা‌দের ১০দফা দা‌বি আদা‌য়ের বিষ‌য়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন‌কে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত সময় দিয়েছি। এর ম‌ধ্যে সকল দা‌বির বিষ‌য়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এর আগে শুক্রবার সকালে টানা চতুর্থ দিনের মতো আবরার হত্যার বিচার দাবিতে আন্দোল‌নে না‌মে শিক্ষার্থীরা। সংবাদ স‌ম্মেলন শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নি‌য়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বু‌য়ে‌টের শহীদ মিনার মো‌ড়ে অবস্থান নেন। সেখানে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে পথ নাটক, হত্যার বিচার দা‌বি‌তে দেয়া‌লে গ্রা‌ফি‌তি আকঁ‌বে শিক্ষাথীরা।


আরো সংবাদ



premium cement
তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে ২৫ সংসদ সদস্যের চিঠি প্রাণিসম্পদ প্রদর্শনীতে মহিষের আক্রমণে বাবা-ছেলেসহ আহত ৪ গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪ অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন

সকল