১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

কালোপতকা দেখিয়ে ভর্তি পরীক্ষায় অবাঞ্ছিত ঘোষণা, তোয়াক্কা করেনি ভিসি

কালোপতকা দেখিয়ে ভর্তি পরীক্ষায় অবাঞ্ছিত ঘোষণা, তোয়াক্কা করেনি ভিসি - ছবি : নয়া দিগন্ত

উন্নয়ন প্রকল্পের অর্থ ক্যালেঙ্কারির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামকে কালো পতাকা দেখিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। রোববার দুপুরে প্রথম দিনের ভর্তিপরীক্ষা চলাকালীন সময়ে জাবির কেন্দ্রীয় শহীদ মিনারে একর্মসূচি দেয়া হয়।

এসময় আন্দোলনকারী শিক্ষকরা ভিসিকে ভর্তি পরীক্ষাকেন্দ্র না আসা এবং ১ অক্টোবরের মধ্যে সসম্মানে পদত্যাগ করার আহ্বান করেন। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা, দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভুঁইয়া, অধ্যাপক আব্দুল জব্বার হাওলাদার,অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক শফি মুহাম্মদ তারেক, অধ্যাপক জামাল উদ্দিন রুনু,অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক নাজমুল হাসান তালুকদার,অধ্যাপক তারেক রেজাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে আন্দোলনকারীরে কালোপতাকা প্রদর্শন ও অবাঞ্ছিত করার বিষয়টিকে তোয়াক্কা না করেই বিকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে যান জাবি ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম।সারাদিন বাসভবন থেকে না বের হলেও বিকালে বিজনেস অনুষদ ভবনে পরীক্ষা দেখতে যান তিনি। বিকালে ভিসির সাথে প্রো-ভিসি(শিক্ষা) অধ্যাপক নূরুল আলম,ট্রেজারার অধ্যাপক শেখ মঞ্জুরুল হক,রেজিস্ট্রার রহিমা কানিজ,প্রক্টর আসম ফিরোজউল-হাসান কেন্দ্র পরিদর্শন করেন।

ভিসির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের বিষয়ে,‘দুর্নীতি বিরোধী আন্দোলননের অন্যতম সংগঠন’ আশিকুর রহমান বলেন,‘শিক্ষক-শিক্ষার্থীরা তাকে (ভিসি) কালোপতাকা দেখিয়েছে,পরীক্ষায় অবাঞ্ছিত করেছে।আন্দোলনকারীরা সারাদিন বিভিন্ন কেন্দ্রের সামনে ছিলাম,তিনি তখন আসেননি,সন্ধ্যার দিকে নিলর্জ্জনের মতো চোরগোপ্তা পরিদর্শন করেন। আমরা তার এ কর্মকা-কে লজ্জাজনক বলে মনে করছি।’এছাড়াও সোমবারও সমাজ বিজ্ঞান অনুষদে আবারও কালোপতাকা প্রদর্শন কর্মসূচি পারন করবেন বলে আশিকুর রহমান জানান।


আরো সংবাদ



premium cement
গাজা মানবিক নরকে পরিণত হয়েছে : জাতিসঙ্ঘ প্রধান রাফা হামলার পরিকল্পনা ইসরাইলের ত্যাগ করা উচিত : চীন গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১২৮তম প্রয়াণ দিবসে স্মরণ সভা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ

সকল