২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

খুবিতে এবার কারিগরি শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ পাচ্ছেন

-

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাসকৃত শিক্ষার্থীরাও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন। খুবির কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে ২০১৮ এবং ২০১৯ সালে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিটে শর্ত পূরণ সাপেক্ষে ভর্তির আবেদন করতে পারবেন। এসএসসি/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ এর স্থলে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.৫০ এবং ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে গ্রেড পয়েন্ট ৪.০০ এর স্থলে ন্যূনতম ৩.৬০ থাকলে ভর্তির জন্যে আবেদন করা যাবে।


আরো সংবাদ



premium cement