১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

এবার ডেঙ্গুতে জাবি ছাত্রীর মৃত্যু

উখিংনু রাখাইন - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসী বিভাগের প্রথম বর্ষের ছাত্রী উখিংনু রাখাইন (১৯) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। গুরুতর অসুস্থ উখিংনুকে কক্সবাজার থেকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য  নেয়ার পথে শনিবার বিকেল ৬টার দিকে তিনি মারা যান। তার ভাই মং লা পিন নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বেশ কিছু দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাবির ফার্মেসী বিভাগের প্রথম বর্ষের ছাত্রী উখিংনু  প্রথমে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসা নেন। সেখান থেকে তিনি তার বাড়ি কক্সবাজারে চলে যান। কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন উখিংনু শারীরিক অবস্থার অবনতি হলে আজ বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আনার পথে ৬টার দিকে মারা যান।

 


আরো সংবাদ



premium cement