১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাবি ছাত্রের মৃত্যু

নিহত ফিরোজ কবির - সংগৃহীত

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ঢাবি ছাত্রের নাম ফিরোজ কবির। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফিরোজ কবিরের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মফিজুর রহমান।

নিহত ফিরোজ কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি স্নাতকোত্তর পরীক্ষা শেষ করে রেজাল্টের অপেক্ষায় ছিলেন তিনি। নিহত ফিরোজের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে।

ফিরোজের বন্ধু ইকবাল হোসেনসহ আরো কয়েকজন বলেন, ফিরোজ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ যাবৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার হাসপাতালটির আইসিইউ থেকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ফিরোজ কবির ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সর্বশেষ তিনি থাকতেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪১৪ নম্বর কক্ষে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মফিজুর রহমান বলেন, মশা নিধনে সপ্তাহে তিন-চারবার করে হলে ওষুধ দেয়া হচ্ছে। হল প্রশাসনের পক্ষ থেকে শুক্রবারও হলের কক্ষগুলোতে গিয়ে ছাত্রদের ডেঙ্গু বিষয়ে সচেতন করেছি। ডেঙ্গু নিধনে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।


আরো সংবাদ



premium cement