২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

এমপিও ভুক্তির দাবিতে ২০ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে মহা-সমাবেশের ডাক বেসরকারি টিটিসি শিক্ষকদের


বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটিসি) শিক্ষকরা এমপিওভুক্তিসহ ৫ দফা দাবিতে আগামী ২০ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সারাদেশের বেসরকারি টিটিসি শিক্ষকদের মহা সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। এ ছাড়া ৫ জুলাই তারা প্রধানমন্ত্রীর কাছে ওই দাবিতে স্মারকলিপি পেশ করবে জেলা প্রশাসকদের মাধ্যমে। ১০ জুলাই জাতীয় প্রেসক্লাবে বেসরকারি টিটিসি শিক্ষা ও এর ভবিষ্যৎ নিয়ে গোল টেবিল আলোচনার আয়োজন করবে। এ ছাড়া দেশের ৮টি বিভাগীয় শহরে সম্মেলন করার কর্মসূচী ঘোষণা করেছে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপরোক্ত কর্মসূচি ঘোষণা করেন সমিতির সভাপতি ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ড. মুহাম্মদ নজরুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজের যাত্রা শুরু হলেও ৯২ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ সব কলেজ পরিচালিত হচ্ছে। বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রশিক্ষণ নিয়ে মাধ্যমিক স্কুলের শিক্ষকরা এমপিওভুক্তি হচ্ছেন, জাতীয় বেতন স্কেলে বেতন ভাতা পাচ্ছেন, কিন্তু যারা শিক্ষকদের প্রশিক্ষক তারা গত ২৭ বছরেও এমপিওভূক্তি(মান্থলি পে-অর্ডার বা বেতনের সরকারি অংশ) কিংবা সরকারি কোন ধরনের সুযোগ-সুবিধার আওতায় আনা হয়নি। এ সব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা বছরের পর বছর স্বল্প বেতনে বা বিনা বেতনে সেবা দিয়ে যাচ্ছেন।

ড. মুহাম্মদ নজরুল আরো বলেন, সরকারি বেসরকারি টিটিসি’র শিক্ষকরা আকাশ-পাতাল বৈষম্য বিরাজ করছে। সরকারি টিটিস শিক্ষকরা উন্নত প্রশিক্ষণ পেলেও বেসরকারি শিক্ষকদের কোনোভাবেই এধরনের প্রশিক্ষণের সুযোগ দেয়া হচ্ছে না বা পাচ্ছেন না। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বেসরকারি টিটিসি শিক্ষকদের এমপিওভুক্তিসহ ৫ দফা দাবির মধ্যে রয়েছে, বেসরকারি টিটিসি শিক্ষকদের দেশে-বিদেশে উন্নত প্রশিক্ষনের আওতায় নিতে হবে, বেসরকারি টিটিসিগুলোতে একটি করে ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠানসহ তথ্য-প্রযুক্তি সুবিধা নিশ্চিত করতে হবে। বেসরকারি টিটিসিগুলোকে এক খণ্ড নিষ্কন্টক জমি চিরস্থায়ী বন্দোবস্ত দেয়া এবং বেসরকারি টিটিসিগুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক শিলা বার্ণাডেট গমেজসহ অন্যান্য সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা তালায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে জামায়াতের সহায়তা প্রদান শেরপুরের মহাসড়ক যেন মরণ ফাঁদ বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট আবারো বৃষ্টির শঙ্কা দুবাইয়ে, চিন্তা বাড়াচ্ছে ইউরোপ সিদ্ধিরগঞ্জে চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা মানিকগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত ডা. জাফরুল্লাহ্ চৌধুরী ছিলেন সমাজ বিপ্লবী পাট পণ্যের উন্নয়ন ও বিপণনে একটি সমন্বিত পথনকশা প্রণয়ন করা হবে : মন্ত্রী মোস্তাফিজ চলে আসাটা যেভাবে দেখছেন চেন্নাইর কোচ ঢাকা ছাড়লেন কাতারের আমির

সকল