২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

মধ্যরাতে শাবি ছাত্রলীগ সভাপতিকে নিয়ে কর্মীদের টানা-হেঁচড়া!

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রুহুল আমিন - সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রুহুল আমিনকে মধ্যরাতে টানা-হেঁচড়া ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে একই সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলে সভাপতি রুহুল আমিন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটনের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলাকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন যাবত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪০২২ নম্বর কক্ষ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেষ্টা করছেন রুহুল ও ঝুটনের অনুসারীরা। মঙ্গলবার রাতে ওই কক্ষ দখলে নিতে চাইলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে রাত ১টার দিকে ঝুটনের অনুসারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহপরান হলের সি ব্লকের ২২৬ নম্বর কক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনকে বের করার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় তিনি কক্ষ থেকে বের হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটনের অনুসারীরা তাকে টেনে-হিঁচড়ে সি-ব্লক থেকে বি-ব্লকের নীচে নিয়ে যান। এসময় নিজ দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছনার শিকার হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রুহুল আমিন।

পরে রাত ২টার দিকে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহামান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খানসহ সিনিয়র নেতারা হলে গিয়ে উভয়পক্ষকে শান্ত করেন।

লাঞ্ছনার শিকার ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন অভিযোগ করেন, ঝুটনের নির্দেশে আবুল হাসান মোল্লা, রাকিব, সাইদুর রহমান, সিফাত ও অভির নেতৃত্বে ২০-২৫ জন বঙ্গবন্ধু হলের ৪০২২ নম্বর কক্ষে অবস্থানরত আতিক খান মুন্নাকে হল থেকে বের করার চেষ্টা চালায়। মুন্নাকে বের করতে না পেরে তারা শাহপরান হলে এসে তাণ্ডব চালায়।

তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন দাবি করেন, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। তিনি বলেন, শুনেছি রুহুল আমিন বঙ্গবন্ধু হলের ৪০২২ নম্বর কক্ষ থেকে আমাদের এক কর্মীকে বের করে দিয়ে নিজের গ্রুপের কর্মীকে কক্ষে উঠিয়েছেন। একপর্যায়ে সভাপতির বেশ কিছু অনুসারী বঙ্গবন্ধু হলে হামলা করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়।

এ ব্যাপারে হল প্রভোস্ট অধ্যাপক মিজানুর রহমান বলেন, এ ঘটনায় রাতেই হলের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।

এর আগে মঙ্গলবার সকালে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় ছাত্রলীগের কর্মকান্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আরো পড়ুন : ছাত্রলীগ নেতার মাথা থেঁতলে দিল অপর গ্রুপের নেতাকর্মীরা
শাবি সংবাদদাতা, (২৩ মার্চ ২০১৯)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতার মাথা ইট দিয়ে থেঁতলে দিয়েছে শাখা ছাত্রলীগের অপর গ্রুপের নেতাকর্মীরা। আহত ছাত্রলীগ নেতা রাজিব সরকারকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও শাখা ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান জিয়ার অনুসারি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ইমন এন্টারপ্রাইজ এর সামনে রাজিব অবস্থান করছিলেন। এমন সময় তিন-চারজন এসে এলোপাতাড়ি আক্রমন চালায় রাজিবের উপর। একপর্যায়ে ইটের টুকরো দিয়ে মাথায় আঘাত করলে মাথার পেছনের অংশ থেঁতলে যায়। আহত অবস্থায় রাজিব সরকারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

রাজিব সরকারকে শাখা ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেনের অনুসারী কয়েকজন কর্মী হত্যার উদ্দেশ্যে একযোগে আক্রমন করে বলে অভিযোগ করেন মুশফিকুর রহমান জিয়া। এসময় ইটের কয়েকটি টুকরো দিয়ে তার মাথায় আঘাত করে হামলাকারীরা। হামলায় সাখাওয়াত গ্রুপের কর্মী সোহাগ, রিশাদ, সজীব, সুমন, আমিনুল, রনি, শোভন ও সুজন বৈষ্ণবসহ বেশ কয়েকজন অংশ নেয় বলে তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে পুরোপুরি অবগত নই। তবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

সহকারী প্রক্টর জাহিদ হাসান জানান, ডাক্তাররা জানিয়েছেন রাজীবের অবস্থা স্থিতিশীল রয়েছে তবে সে পুরোপুরি আশঙ্কামুক্ত নয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আরো সংবাদ



premium cement
বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় স্ত্রীর ২৭ স্থানে স্বামীর ধারালো অস্ত্রের আঘাত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ১২ উপজেলায় মানববন্ধন রোববারই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবার ক্লাসসহ ৪ নির্দেশনা ময়মনসিংহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী বাস্তবায়নের আহ্বান ৩ গণকবরে ৩৯২ লাশ, ২০ ফিলিস্তিনিকে জীবন্ত কবর দিয়েছে ইসরাইল! মৌলভীবাজারে বিএনপি ও যুবদল নেতাসহ ১৪ জন কারাগারে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কারীদের চিহ্নিতকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ১২ দলীয় জোটের কলিং ভিসায় প্রতারণার শিকার হয়ে দেশে ফেরার সময় মারা গেল মালয়েশিয়া প্রবাসী নারায়ণগঞ্জ যুবদলের সদস্য সচিবকে আটকের অভিযোগ হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের

সকল