২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জাবিতে শিশু আব্দুর রহমান হত্যার বিচার দাবি

শিশু আবদুর রহমানকে গলাকেটে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন - নয়া দিগন্ত

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় শিশু আবদুর রহমানকে গলাকেটে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বেলা এগাটায় জাবির কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত স্কুলছাত্র আব্দুর রহমানের বড় ভাই জাবির আইআইটি’র ৪১তম ব্যাচের শিক্ষার্থী মোঃ মমিনুল ইসলাম বলেন,‘গত ১৫ মার্চ দুপুর আড়াইটার দিকে আমাদের বাড়ির পাশের পরিত্যাক্ত স্কুলে আব্দুর রহমান খেলতে বা পাখির ছানা সংগ্রহ করতে যায়। সেই সময় ওই স্কুলে কে বা কারা তাকে গলা কেটে হত্যা করে। আমাদের পরিবারের সাথে কারো কোনো পূর্ব শত্রুতা নেই।’

তিনি আরো বলেন,‘এলাকায় কথিত আছে যে, এই পরিত্যাক্ত স্কুলে অসামাজিক কার্যকালাপ হয়। সম্ভবত আব্দুর রহমান সে রকম কোনো ঘটনা দেখতে পায়। ঘটনার যেন কোনো সাক্ষী না থাকে তাই তাকে হত্যা করা হয়েছে। বিগত দশদিন যাবৎ পুলিশ তদন্ত করেও কোনো তথ্য যোগাড় করতে পারেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে এ নির্মম হতাকান্ডের আমরা সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। পাশাপাশি দেশের আর কোনো শিশু যেন এমন নির্মম হত্যার শিকার না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।’

মানববন্ধনে ইনিস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ফজলুল করিম পাটোয়ারি বলেন,‘একজন শিশু কোনো অপরাধ না করেও হত্যাকান্ডের শিকার হয়। আজকাল অপরাধীরা নিজেদের অপরাধ ঢাকার জন্য প্রায় এ ধরণের নিরপরাধ মানুষকে হত্যা করে। যাতে কোনো স্বাক্ষ্যপ্রমাণ না থাকে। এমন ঘটনা জাতির বিবেককে নাড়িয়ে তোলে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এসময় অন্যান্য বক্তারা এ সমাজ ও রাষ্ট্রকে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরী করার দাবি জানান।


আরো সংবাদ



premium cement