২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

স্কুলের ভিতরেই ছাত্রের হাতে লাঞ্ছিত প্রধান শিক্ষক!

স্কুলের ভিতরেই ছাত্রের হাতে লাঞ্ছিত প্রধান শিক্ষক! - প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে একই স্কুলের এক ছাত্রের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থীর নাম অপু মিয়া। সে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে নিজের বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রের হাতে প্রধান শিক্ষকের লাঞ্ছিত হওয়ার ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রধান শিক্ষক জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।

জানা যায়, সোমবার বিদ্যালয় প্রাঙ্গণ হতে এক ছাত্রের বাইসাইকেলের তালা ভেঙ্গে অভিযুক্ত ছাত্র অপু নিয়ে গেছে এমন অভিযোগ পান বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরে অভিযোগের সত্যতা পেয়ে প্রধান শিক্ষক অপুকে এ বিষয়ে শাসন করতে গেলে উল্টো অপু প্রধান শিক্ষককে মারধর করে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ হাফিজ সরকার জানান, কমিটির সদস্যরা বসে বিষয়টির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত অপু স্থানীয় ছাত্রলীগ নেতা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আতাউর রহমান হারুনের অনুসারী। সে উপজেলার ইসমানিরচর গ্রামের পরলোকগত রাশেদ মিয়ার ছেলে ও বিদ্যালয়টির নবম শ্রেণির শিক্ষার্থী।

অপুর বিরুদ্ধে সহকারী প্রধান শিক্ষকের বাড়ির পাশে পটকা ফুটিয়ে আতঙ্ক ছড়ানোসহ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির সুন্দরী ছাত্রীদের উত্যক্ত করা, প্রেমের প্রস্তাব দেয়াসহ ইভটিজিংয়ের অভিযোগ রয়েছে।

এদিকে বিদ্যালয়ে প্রধান শিক্ষককে মারধরসহ বিভিন্ন অপকর্ম করার পরও অপুর বিরুদ্ধে শাস্তিমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধান শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীরা মিছিল করতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গেইট আটকে বাধা প্রদান করেন। এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় অভিযুক্ত অপুর বিচার চেয়ে শ্লোগান দেয়।

পরে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ঘটনাস্থলে পৌছে শিক্ষার্থীদের শ্লোগান দেয়া থেকে বিরত রাখেন। ওই পুলিশ কর্মকর্তা সংবাদকর্মীদের জানান, প্রধান শিক্ষককে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।


আরো সংবাদ



premium cement