১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

জাবিতে ফেসবুক স্ট্যাটাসে ক্ষুদ্ধ হয়ে পরীক্ষা বন্ধ!

-

বিভাগের সমস্যা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেকায়দায় পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ফেসবুকে এক শিক্ষিকার আচরণ দিয়ে প্রশ্ন তুলে অসম্মান করেছে এমন অভিযোগ এনে বিভাগীয় শিক্ষকরা পরীক্ষা কার্যক্রম স্থগিত করে রেখেছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২৫ নভেম্বর মার্কেটিং বিভাগের ৪৫তম ব্যাচের ৫ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। পরীক্ষার আগের রাতে বিভাগের কিছু বিষয় নিয়ে আমির হামজা নামের এক শিক্ষার্থী ফেসবুক স্ট্যাটাসে দেয়। স্ট্যাটাসটি ওই বিভাগের শিক্ষকদের দৃষ্টিগোচর হলে তারা ক্ষুদ্ধ হয় এবং স্ট্যাটাসে বিভাগের শিক্ষকদের সমালোচনা করা হয়েছে এমন অভিযোগ তুলে ২৫ নভেম্বর পরীক্ষার দিন সকালে পরীক্ষা স্থগিত করা হয়। তাৎক্ষণিক সেই পরীক্ষা স্থগিতাদেশের পর আজো পরীক্ষার কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এমনকি দেড় মাস পার হয়ে গেলেও এ ব্যাপারে বিভাগের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই।

ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, মার্কেটিং তৃতীয় বর্ষের ‘আন্তর্জাতিক অর্থনীতি’ কোর্সটি পড়ান শিক্ষিকা নওরীন নির্ভানা বৃষ্টি। তিনি ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। এ শিক্ষিকার টিচিং, আচরণসহ কিছু বিষয়ে ৪৫ ব্যাচসহ তিনটি ব্যাচের শিক্ষার্থীরা বিভাগীয় সভাপতির কাছে অভিযোগ করেছে। তারপর ওই শিক্ষিকা প্রতিক্রিয়া হিসেবে অভিযোগ করে যে, ‘শিক্ষার্থীরা তাকে নিয়ে ফেসবুকে নানা সমালোচনা ও অসম্মানজনক মন্তব্য করছে।’ এরপর পরীক্ষা স্থগিত করে দেয় বিভাগটি। ফলে বিশ^বিদ্যালয়ের অধিকাংশ বিভাগের ৪৫ ব্যাচের তৃতীয় বর্ষ শেষ হলেও ৫ম সেমিস্টারে আটকে আছে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা।

৪৫তম ব্যাচের এক শিক্ষার্থী জানান, ‘ম্যামের সমালোচনা করা হয়েছে সন্দেহ করে আমাদর পুরো ব্যাচের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। সব শিক্ষার্থী মিলে একাধিকবার ক্ষমা চাইলেও পরীক্ষার বিষয়ে বিভাগ থেকে কোনো উদ্যোগ নিচ্ছে না ।’

এ বিষয়ে মার্কেটিং বিভাগের সভাপতি নাঈমা আহমেদ বলেন, ‘শিক্ষার্থীরা নম্বর কম পাওয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেছে। ফেসবুকে শিক্ষকদের হেয় করে লেখালেখি করায় আমরা বিব্রতবোধ করেছি। তবে ৫ম সেমিস্টার ফাইনালের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘পরীক্ষা স্থগিতের এ খবর পাইনি। এমন ঘটনা অনাকাক্সিক্ষত। আমরা খোঁজ নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করব।’


আরো সংবাদ



premium cement
সাদিক এগ্রোর ব্রাহামা জাতের গরু দেখলেন প্রধানমন্ত্রী ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৬০ শতাংশ সারা বিশ্ব আজ জুলুমবাজদের নির্যাতনের শিকার : ডা. শফিকুর রহমান মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশী : পররাষ্ট্রমন্ত্রী চন্দনাইশ, বাঁশখালী ও বোয়ালখালীতে ৩ জনের মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক রাজশাহীতে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে হতাহত ২২ বিল দখলের চেষ্টা, জেলা ছাত্রলীগ নেতাকে গণপিটুনি ‘শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে কাজ করলে বিজয় অনিবার্য’

সকল