২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

জবি নীল দলের দুই গ্রুপের পাল্টাপাল্টি আলোচনা সভা

-

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের দুইটি গ্রুপ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভাবনা ও করণীয়’ শীর্ষক পাল্টাপাল্টি মতবিনিময় ও আলোচনা সভা করেছে। সোমবার বিশ্ববিদ্যালয় উপাচার্যের কনফারেন্স রুমে নীলদলের উপাচার্যপন্থী শিক্ষকদের একাংশ এবং বিশ্ববিদ্যালয়ের পাশে একটি রেস্টুরেন্টে নীল দলের আরেকটি অংশ এ মতবিনিময় ও আলোচনা সভা করেন।

নীলদলের উপাচার্যপন্থী শিক্ষকদের মতবিনিময় সভায় নীল দলের একাংশের সভাপতি অধ্যাপক ড.জাকারিয়া মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, অধ্যাপক ড. মনিরুজ্জামান খোন্দকার, অধ্যাপক ড. আব্দুল অদুদ, অধ্যাপক ড.পরিমল বালা, অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ্, ড. শামসুল কবির, কাজী ফারুক হোসেন, জিএম তরিকুল ইসলাম, শাহ মো: আরিফুল আবেদ, অধ্যাপক ড. নূর মোহাম্মদ. অধ্যাপক ড. জুনায়েদ হালিম, ড. মোস্তফা কামাল প্রমুখ।

এসময় জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে বিগত সাম্প্রদায়িক সরকারের আমলগুলোতে দেশের উন্নয়ন না হওয়া এবং দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডের অভাবনীয় সাফল্য তুলে ধরতে হবে।

নীল দলের অপরাংশের আলোচনা সভায় নীল দলের অপরাংশের সভাপতি অধ্যাপক ড. মো: আইনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. একে এম মনিরুজ্জামান, জবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর, লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, অধ্যাপক ড. মো: আবুল হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. খোদেজা খাতুন, অধ্যাপক ড. লীমা হক, অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল, অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান,  সহকারী অধ্যাপক কামাল হোসেন প্রমুখ।

এসময় সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো: আইনুল ইসলাম বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে আবার নির্বাচিত করতে হলে আওয়ামীপন্থী শিক্ষদের সবাইকে ঐক্যবদ্ধ থাকবে হবে। বর্তমান সরকারের বহুমুখী উন্নয়ন কর্মকান্ড জনগনের কাছে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বুদ্ধিবৃৃত্তিক লেখা, বক্তব্য ও কর্মকান্ড পরিচালনা করতে হবে।


আরো সংবাদ



premium cement