২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ভিকারুননিসার শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে অনশন

-

ছাত্রী অরিত্রী অধিকারী আত্মহত্যার ঘটনায় গ্রেফতারকৃত শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে অনশন শুরু করেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একদল শিক্ষার্থী।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বেইলি রোডে স্কুলটির সামনে পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ ও অনশন শুরু করে শিক্ষার্থীরা। একইসাথে ক্লাসও বর্জন করেছেন তারা। তবে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গতকাল শনিবার হাসনা হেনার মুক্তির দাবিতে এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন এই শিক্ষার্থীরা।

সে কর্মসূচি থেকে বলা হয়েছিল শিক্ষক হাসনা হেনাকে মুক্তি না দিলে তারা রোববার থেকে ক্লাস বর্জন করবেন।

নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী ও তার বাবা-মাকে ‘অপমানের’ বিচার দাবিতে টানা কয়েকদিন ক্লাস বর্জন করে বিক্ষোভের পর বৃহস্পতিবার শিক্ষার্থীরা শিক্ষকদের আশ্বাসে ঘরে ফেরে।

এরপর শিক্ষক হাসনা হেনার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে ‘ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রীবৃন্দ’ ব্যানারে আরেকদল শিক্ষার্থী। শুক্রবারের পর শনিবারও তারা বিক্ষোভ চালিয়ে যায়।


আরো সংবাদ



premium cement