২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ভিকারুননিসার ঘটনায় তিনজন অভিযুক্ত শনাক্ত : শিক্ষামন্ত্রী

বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ - ছবি : নয়া দিগন্ত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রির আত্মহত্যার ঘটনায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি জানিয়েছেন এ বিষয়ে গঠন তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে।

আজ বুধবার সচিবালয়ে তিনি তদন্ত কমিটির এই প্রতিবেদন তুলে ধরেন।

মন্ত্রী জানিয়েছেন, প্রতিবেদনে অনেক অনিয়মের বিষয় উঠে এসেছে। অভিভাবকরাও নানা অনিয়মের কথা বলেছেন। ওই ঘটনার জন্য দায়ী তিনজনের নাম এসেছে।

অভিযুক্তরা হলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার শিফট ইনচার্জ জিনাত আক্তার এবং শ্রেণীশিক্ষক হাসনা হেনা।

প্রতিবেদনে উঠে আসা অনিয়মের মধ্যে রয়েছে- পরিপূর্ণ অধ্যক্ষ না থাকা, বেশি ছাত্র ভর্তি এবং অনুমোদন ছাড়া শাখা খোলা ইত্যাদি।

প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্টরা ছাত্রীটির আত্মহত্যার প্ররোচনার দায় এড়াতে পারেন না।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা অভিযুক্ত তিনজনকে বরখাস্ত করার সুপারিশ করছি। এই তিন শিক্ষকের এমপিও বাতিল করার সিদ্ধান্ত হয়েছে এবং ইতিমধ্যে তা কার্যকর হয়েছে। অন্যান্য বিভাগীয় মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। গভর্নিং বডি এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সেটি ভেঙে দেয়া হচ্ছে। পুলিশও ব্যবস্থা নিচ্ছে।

তিনি জানান, হাইকোর্ট এ ঘটনা তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। সে আলোকে আমরা কমিটি গঠনের জন্য আজই উদ্যোগ নিচ্ছি।


আরো সংবাদ



premium cement