২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

তিন দফা বাস্তবায়ন চেয়ে রাবিতে কোটা আন্দোলকারীদের বিক্ষোভ

তিন দফা বাস্তবায়ন চেয়ে রাবিতে কোটা আন্দোলকারীদের বিক্ষোভ। ছবি - নয়া দিগন্ত।

কোটা সংস্কারের প্রজ্ঞাপন, শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ তিন দফা বাস্তবায়নের দাবি জানিয়ে সারাদেশের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের পক্ষের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।

সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ বলেন, বর্তমান কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। কোটা আন্দোলনকারীদের উপর মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানী মূলক মামলা প্রত্যাহার এবং কোটা সংস্কার পক্ষের শিক্ষার্থীদের উপর হামলালায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

এদিকে নিরাপত্তাহীনতায় কথা জানিয়ে তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী হওয়া সত্বেও বিগত তিন মাস যাবৎ প্রাণনাশের ভয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের নিরাপত্তা দিতে পারেনি। আমরা কেউ দেশদ্রোহী নয়। এদেশেরই নাগরিক। নায্য দাবি আদায়ে আন্দোলন করছি। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর মাধ্যেমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট তারা নিরাপত্তা দাবি জানান।

এদিকে আহত হওয়া রাবি শাখা কোটা আন্দোলনের যুগ্ম-আহবায়ক তরিকুলের শারীরিক অবস্থার কথা জানিয়ে বক্তারা বলেন, তার এখনও শঙ্কা কাটেনি। ১৫/ ২০ দিন পর পায়ে ভর দিতে পারবে। তবে পুরোপুরি সুস্থ হতে আরও অনেক সময় লাগবে।

এসময় কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক গোলাম মোর্শেদ, মাহফুজা মোহিনী, এহসানসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।


আরো সংবাদ



premium cement