২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ঢাবি সাদা দলের আহ্বায়ক ড. ওবায়দুল, যুগ্ম আহ্বায়ক ড. লুৎফর ও ড. মোর্শেদ

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেলে এক বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান ও ঢাবির সাবে সিনেট সদস্য এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। কমিটি গঠনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ বলেন, শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ে আমরা সোচ্চার থাকবো।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে প্রায় দুই ঘন্টাব্যাপী সাদা দলের এক সভা হয়। এতে সভাপতিত্ব করেন সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. আকতার হোসেন খান।
এসময় অন্যান্যের মধ্যে সাদা দলের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ড. মুজাহিদুল ইসলাম, ড. লায়লা নূর ইসলাম, ড. আশরাফুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আনিসুর রহমান, ড. মাহমুদ ওসমান ইমাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক মো: লুৎফর রহমান, ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ড. মো: মোশাররফ হোসেন ভুইয়া, অধ্যাপক তাহমিনা আক্তার টফি, ড. দিলীপ কুমার বড়–য়া, ইসরাফিল রতন প্রামাণিক, দেবাশীষ পাল, গোলাম রাব্বানী, আমান উল্লাহ ফেরদৌস, অধ্যাপক মো: মোহেদী হাসান খান, এএএম কাওসার হাসান, রাশিদ মাহমুদ, মো: আলমগীর হোসেন, ড. এএসম সালাহউদ্দিন, শাহ শামীম আহমেদ, ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ড. মোহাম্মদ হাসানুজ্জামান, অধ্যাপক ইসমাঈল, মাহবুব উদ্দিন চৌধুরী, রফিকুল ইসলাম, অধ্যাপক হেলাল উদ্দিন, অনুপম হুদা, টগর, অধ্যাপক সালমা বেগম, সাবিরনা শাহনাজ, মোক্তার আলী, আল আমিন, দাউদ খান, শাহনুর, নূরুল আমিন (শিশির) সহ প্রায় দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল