১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সাংবাদিককের উপর হামলার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

-

নিরাপদ সড়ক, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক তানভীর সাবিকের পরিচালনায় আজ সোমবার দুপুর ১.০০ থেকে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপণ্ডিত করেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।
তিনি বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারনে সাংবাদিক লাঞ্চনার হার দিন দিন বেড়েই চলছে, অচিরেই তিনি সকল সাংবাদিক লাঞ্চনার সুষ্ঠ বিচার দাবি করেন।।

এসময় মানববন্ধনে একান্ততা প্রকাশ করেন বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজ।

সাংবাদিক সমিতির মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন, বন্ধুসভার সভাপতি মাজহারুল ইসলাম হানিফ, বিএনসিসির সি.ইউ.ও মো: সোহান শেখ, ডিবেটিং ক্লাবের সভাপতি আদনার কবীর সৈকত, সাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক কাউসার হামিদ জীবন।

এছাড়াও মানববন্ধনে থিয়েটার, অনুপ্রাস কন্ঠচর্চা কেন্দ্র, রক্তদাতা সংগঠন বন্ধুসহ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সংগঠন একাত্মতা পোষণ করেন।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে প্লেকার্ড হাতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকশ শিক্ষার্থী।
এ সময় তারা নিরাপদ সড়ক, নিরাপদ ক্যাম্পাস,  বাস বৃদ্ধি, ভূমি অধিগ্রহণ, প্রধান ফটক নির্মাণ, নিজস্ব সড়ক চালু করাসহ বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড ধারণ করেন।


আরো সংবাদ



premium cement