২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ

- সংগৃহীত

রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করতে গেলে পুলিশ শিক্ষার্থীদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। জলকামান ও ফাঁকাগুলিও নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ সময় শিক্ষার্থীরাও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা বরাতে জানা যায়, এ ঘটনায় ১০ জন আহত এবং কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

এর আগে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। টিএসসি থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মিছিলটি  ভিসি চত্বর, কলাভবন, মধুর ক্যান্টিনসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। 

এরপর মিছিলটি শাহবাগের দিকে পুলিশি বাধার মুখে পড়লে সংঘর্ষ বেঁধে যায়। এখন পর্যন্ত শাহবাগ এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে আছে।


আরো সংবাদ



premium cement