২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সৌদি আরবে জিপিএ-৫ পেয়েছে ১১ বাংলাদেশী

সৌদি আরবে জিপিএ-৫ পেয়েছে ১১ বাংলাদেশী - সংগৃহীত

ঢাকা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া সাতটি বিদেশ কেন্দ্রে ২৮৫ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৬৩ জন। বিদেশ কেন্দ্রে সার্বিক পাসের হার ৯২ দশমিক ২৮ শতাংশ। এখানে জিপিএ-৫ পেয়েছে ১৬ শিক্ষার্থী।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যানে এ তথ্য জানা যায়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই ফলাফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফলে, আবুধাবীতে বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ থেকে ১৭ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। অবশ্য কেউ এখান থেকে জিপিএ-৫ পায়নি।

মানামায় অবস্থিত বাংলাদেশ স্কুল এন্ড কলেজ থেকে ১৮ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে ১৭ জন পাশ করেছে।

এদিকে সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে ৮৩ জন অংশ নিয়ে ৭৭ জন পাশ করেছে। এখানে ১১জন পরিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

কাতারের দোহার বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজ থেকে ৫৪ জন অংশ নিয়ে ৫০ জন পাস করেছে। এখানে জিপিএ-৫ পেয়েছে ২ জন।

লিবিয়ার ত্রিপলির বাংলাদেশ কমিউনিটি স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে ১২ জন অংশ নিয়ে ১১ জন শিক্ষার্থী পাস করেছে।
জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে ৭৮ জন অংশ নিয়ে ৭১ জন পাস করেছে। এখানে জিপিএ-৫ পেয়েছে ২ পরিক্ষার্থী।

এদিকে আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে ২৩ জন অংশ নিয়ে ২০ জন পাস করেছে। তাদের মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে।

আরো পড়ুন : মোট জিপিএ-৫ পেয়েছে ২৯২৬২ জন, এগিয়ে ছেলেরা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে সব বোর্ড মিলিয়ে ২৯ হাজার ২৬২ জন পরীক্ষার্থী গ্রেড পয়েন্ট এভারেজ (জিপিএ)-৫ পেয়েছে।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৫৮১ জন এবং মেয়েরা পেয়েছে ১৩ হাজার ৬৮১ জন।

আজ প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানিয়েছেন।

গত বছর সব বোর্ড মিলিয়ে ৩৭ হাজার ৯৬৯ জন পরিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

প্রতিবারের মতো এবারও ঢাকা শিক্ষা বোর্ড সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে, এখান থেকে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৯৩৮ জন শিক্ষার্থী।

এছাড়া রাজশাহী বোর্ড থেকে ৪ হাজার ১৩৮ জন, কুমিল্লা বোর্ডে ৯৪৪ জন, যশোর বোর্ডে ২ হাজার ৮৯ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬১৩ জন, বরিশাল বোর্ডে ৬৭০জন, সিলেট বোর্ডে ৮৭৩ জন ও দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আটটি সাধারণ শিক্ষাবোর্ডে মোট ২৫ হাজার ৫৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার ১ হাজার ২৪৪ জন এবং কারিগরী শিক্ষা বোর্ডে ২ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।


আরো সংবাদ



premium cement
বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে

সকল