১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ঢা‌বি‌তে ক্লাস-পরীক্ষা বর্জন ক‌রে অবস্থান শিক্ষার্থী‌দের

কোটা
ঢা‌বি‌তে ক্লাস-পরীক্ষা বর্জন ক‌রে অবস্থান শিক্ষার্থী‌দের - ছবি : নয়া দিগন্ত

কোটা সংস্কার আ‌ন্দোল‌নে অংশ নেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢা‌বি) শিক্ষার্থী‌দের ওপর হামলা-মামলার ঘটনায় বিশ্ববিদ্যাল‌য় প্রশাস‌নের নীরব ভূ‌মিকার প্রতিবা‌দে ক্লাস-পরীক্ষা বর্জন ক‌রে অবস্থান কর্মসূচি পালন কর‌ছে সমাজবিজ্ঞান বিভা‌গের শিক্ষার্থীরা। এ সময় তারা বিভাগের ২য় ব‌র্ষের শিক্ষার্থী ম‌শিউর রহমা‌নের ওপর পু‌লি‌শ রিমা‌ন্ডের প্রতিবাদ এবং তারসহ গ্রেফতারকৃত অন্যান্যদের মু‌ক্তির দা‌বি‌ জা‌নি‌য়ে‌ছেন।

আজ বুধবার সকা‌ল ৯টা থে‌কে তারা বিভা‌গের সাম‌নে অবস্থান নেন। সর্ব‌শেষ এ প্রতিবেদন লিখা (দুপুর ১২টা) পর্যন্ত তারা সেখা‌নে অবস্থান কর‌ছি‌লেন। অবস্থান শে‌ষে বিশ্ববিদ্যালয় প্রক্ট‌রের কা‌ছে চি‌ঠি দি‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন তারা।

এ সময় শিক্ষার্থীরা ‌বিভা‌গের কলাপ‌সিবল গেই‌টে তালা লা‌গি‌য়ে দেন। এ সময় তারা ম‌শিউ‌রকে জে‌লে রেখে কো‌নোভা‌বেই নি‌জেরা ক্লাস কর‌তে পা‌রেন না ব‌লে জানান।

এ বিষয়ে দ্বিতীয় ব‌র্ষের শিক্ষার্থ‌ী আকরাম হোসাইন ব‌লেন, বিশ্ববিদ্যাল‌য়ের বর্তমান একজন শিক্ষার্থী‌কে পু‌লিশ কিভা‌বে হল থে‌কে নি‌য়ে যায়? যতকথাই বলুক না কেন, বিশ্বব‌দ্যিালয় প্রশাসন কিছু‌তেই এর দায় এড়া‌তে পা‌রে না। আমরা অবিল‌ম্বে ম‌শিউর‌কে ক্লাসে ফেরত চাই।

সু‌চি‌স্মিতা তি‌থি ব‌লেন, শিক্ষার্থী‌দের যৌ‌ক্তিক আ‌ন্দোলন‌কে হামলা হামলার মাধ্যমে দ‌মি‌য়ে দেয়ার চেষ্টা হ‌চ্ছে। সেখা‌নে আবার ভয়ভী‌তি প্রদর্শ‌নের জন্য শিক্ষার্থী‌দের রিমা‌ন্ডে নেয়া হ‌চ্ছে। ম‌শিউর যেখা‌নে ঘটনার সময় ছি‌লো না, সেখা‌নে তাকে কিভা‌বে অভিযুক্ত করা হয়।

এদিকে, শিক্ষার্থী‌দের প্রতিবাদ কর্মসূচি‌তে বিভা‌গের কিছু শিক্ষক হুম‌কি ধম‌কি দি‌য়ে তা বন্ধ করার চেষ্টা চালা‌চ্ছেন ব‌লে তা‌রা অভি‌যোগ ক‌রেন। এ সময় বিভা‌গের ২-৩ জন শিক্ষার্থী‌কে এক রকম জোর ক‌রে ক্লাস কর‌তে বাধ্য করে‌ছেন ব‌লে অভি‌যোগ র‌য়ে‌ছে।

নাম প্রকাশ না করার শ‌র্তে বিভা‌গের ২য় ব‌র্ষের অন্য এক ছাত্রী ব‌লেন, একজন শিক্ষক শিক্ষার্থী‌দের পু‌লি‌শে দেয়ার হুম‌কি দি‌চ্ছেন। ক্লা‌সে না আস‌লে খারাপ হ‌বে ব‌লে তা‌দের শাসা‌চ্ছেন। কিন্তু আমরা ম‌শিউর‌কে রে‌খে ক্লা‌সে যে‌তে পা‌রি না।

শিক্ষার্থী‌দের প্রতিবা‌দের বিষ‌য়ে জান‌তে চাই‌লে বিভা‌গের চেয়ারম্যান অধ্যাপক ড. নেহাল ক‌রিম ব‌লেন, এটা ছাত্রদের ব্যাপার। তারা আস‌লে ক্লাস হ‌বে। ত‌বে আমরা আমা‌দের দা‌য়িত্ব থে‌কে ক্লা‌সে যাব। ম‌শিউরের মু‌ক্তির বিষ‌য়ে তি‌নি ব‌লেন, এটা চেয়ারম্যা‌নের বিষয় না, বিশ্ববিদ্যাল‌য়ের প্রক্ট‌রের দা‌য়িত্ব।

উল্লেখ্য, এর আ‌গে গত পাঁচ জুলাই ম‌শিউরের মু‌ক্তির দা‌বি‌তে মানবন্ধন থে‌কে ক্লাস বর্জ‌নের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে ছাত্রলীগ নেতাকর্মীরা বিশ্ববিদ্যাল‌য়ের সূর্য‌ সেন হল থে‌কে ম‌শিউর‌কে তু‌লে নি‌য়ে পু‌লি‌শে দেয়। প‌রে পু‌লিশ তা‌কে গ্রেফতার দেখায়। মঙ্গবার তাকে দু‌দি‌নের রিমান্ড দেয়া হয়।


আরো সংবাদ



premium cement
তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে গেল শ্রমিকদের মাঝে ইসলামের আদর্শের আহ্বান পৌঁছাতে হবে : ডা. শফিকুর রহমান ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে বিমানবন্দরের টার্মিনালে ঢুকে গেলো বাস, ইঞ্জিনিয়ার নিহত গোয়ালন্দে প্রবাসীর স্ত্রী-সন্তানকে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন সিরিয়ায় আইএস-এর হামলায় সরকার সমর্থক ২০ সেনা সদস্য নিহত ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু জনসমর্থনহীন সরকার জনগণের আওয়াজ নির্মমভাবে দমন করে : রিজভী

সকল