২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা ঢাবি সাংবাদিক সমিতির

সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা ঢাবি সাংবাদিক সমিতির - ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। সোমবার সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন এক বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করেন। পাশাপাশি এসকল ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবি জানিয়েছেন তারা।
নেতৃবৃন্দ বলেন, রোববার চবিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন পেশাগত দ্বায়িত্ব পালনকালে এক ক্যাম্পাস প্রতিবেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এক ছাত্রলীগ কর্মী। আবার ওই সাংবাদিককে ‘জবাই করে হত্যার হুমকি’ দিয়েছে অপর এক নেতা। একই দিন জবিতে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগ কর্মীরা সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়। এতে পাঁচজন সাংবাদিক আহত হন।

বিবৃতিতে তারা বলেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকেরাও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। অথচ বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষ বেশিরভাগ ক্ষেত্রেই এসকল ঘটনার বিচার করেনি। আমরা লক্ষ্য করছি, কোনো কোনো ঘটনার ক্ষেত্রে তদন্ত কমিটি গঠনের নামে বিচারপ্রক্রিয়াকে দীর্ঘায়িত করার কৌশল নেয়া হয়েছে। ছাত্রলীগও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং এর আগে একাধিক সাংবাদিক নির্যাতনের ঘটনায় বহিষ্কৃতদের নতুন করে পদায়ন করা হয়েছে। এসব কারণে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের প্রত্যাশিত কাজের পরিবেশ বিনষ্ট হচ্ছে।

হামলাকারীদের শাস্তির দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়সমূহের প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির নজির সৃষ্টি করতে না পারায় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। আমরা চাই সাংবাদিকতার উপযুক্ত পরিবেশ, তথ্যের অবাধ নিশ্চয়তা এবং প্রকৃত সত্য উন্মোচন। সেজন্য সম্প্রতি ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনাসহ ইতোপূর্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে সাংবাদিক নির্যাতনের সকল ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।


আরো সংবাদ



premium cement
ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সকল