১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রাবি শিক্ষার্থীকে মারধর করলো ছাত্রলীগের নেতারা

ছাত্রলীগ
প্রক্টরের সাথে আহত ছাত্র জসীম - ছবি : নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধর করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ ঘটনা ঘটে। মুখে আঘাত করায় তার মুখ ও ঠোঁট ফুলে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমানের কাছে হস্তান্তর করা হয়।

ওই শিক্ষার্থী জসীম উদ্দিন বিজয় আরবী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

জসীম সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘বিভাগের একটা পরীক্ষা ছিল। আমি মেইনগেট দিয়ে আসছিলাম। আসার পথে কোনো কারণ ছাড়াই ছাত্রলীগের সভাপতিসহ কয়েকজন নেতা আমাকে আটকে রেখে মুখে আঘাত ও মারধর করে।’

এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। মারধরের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে আহত শিক্ষার্থীকে প্রক্টর দফতরে এনে চিকিৎসার ব্যবস্থা করেছি। সে এখন আমার দফতরে বিশ্রামের জন্য আছে।’


আরো সংবাদ



premium cement