১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নূরের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানবন্ধন

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহবায়ক নুরুল হল নূরের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগের বাধা উপেক্ষা করেই মানবন্ধনের থেকে এ প্রতিবাদ জানান তারা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রলীগ তাদের বাধা ও হুমকি ধমকি দেয়ার অভিযোগ করেন প্রতিবাদকারীরা। প্রায় এক ঘণ্টা ধরে মানববন্ধন করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইয়াজ আল রিয়াদ, প্রচার সম্পাদক সাইফ বাবু, সূর্যসেন হলের সভাপতি গোলাম সরোয়ার, বঙ্গবন্ধু হলের সম্পাদক আল আমিন রহমান, বিজয় একাত্তর হলের সভাপতি ফকির আহমেদ রাসেল প্রমুখ নেতাকর্মীরা তাদের বাধা দেয়ার চেষ্টা করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল নুরুল হক নূর। সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের ওপর হামলা করে। নূরকে তারা নৃশংসভাবে আঘাত করে। এমনকি তাকে হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেয়। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে চিহ্নিত হামলাকারী সন্ত্রাসীদের বিচার দাবি করি।

মানববন্ধনে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসনীম মাহবুব বলেন, কতিপয় ছাত্র (ছাত্রলীগ) আমাদের হামলা করার চেষ্টা করে। তারা আমাদের বিভিন্ন দলের ট্যাগ দেয়। আমাদের দেখে নেয়ার হুমকি দেয়। তারা আমাদের বিভিন্ন কটূক্তি, ধমক দেয়। তারা আমাদের ছবি তুলে।

তিনি আরো বলেন, মানববন্ধনে উপস্থিতদের মধ্যে যারা হলে থাকে তাদেরও ছাত্রলীগ দেখে নেয়ার হুমকি দিয়েছে। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র নির্যাতনের প্রতিবাদ জানান।


আরো সংবাদ



premium cement
নেতানিয়াহুসহ ইসরাইলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আইসিসি! ঢাকায় কাতারের আমিরের নামে সড়ক ও পার্ক তেহরানের প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু হামলায় কোনো ক্ষতি হয়নি : ইরানি কমান্ডার ইরানের পরমাণু কর্মসূচির ‘কেন্দ্র’ ইসফাহান : সাবেক মার্কিন কর্মকর্তা মিয়ানমারের বিজিপির আরো ১৩ সদস্য বাংলাদেশে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের সেই ম্যানেজারকে চট্টগ্রামে বদলি দুবাইয়ে বন্যা অব্য়াহত, বিমানবন্দর আংশিক খোলা ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ শুক্রবার সকালে ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

সকল