১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

নূরের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মানবন্ধন

-

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহবায়ক নুরুল হল নূরের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগের বাধা উপেক্ষা করেই মানবন্ধনের থেকে এ প্রতিবাদ জানান তারা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ছাত্রলীগ তাদের বাধা ও হুমকি ধমকি দেয়ার অভিযোগ করেন প্রতিবাদকারীরা। প্রায় এক ঘণ্টা ধরে মানববন্ধন করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইয়াজ আল রিয়াদ, প্রচার সম্পাদক সাইফ বাবু, সূর্যসেন হলের সভাপতি গোলাম সরোয়ার, বঙ্গবন্ধু হলের সম্পাদক আল আমিন রহমান, বিজয় একাত্তর হলের সভাপতি ফকির আহমেদ রাসেল প্রমুখ নেতাকর্মীরা তাদের বাধা দেয়ার চেষ্টা করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল নুরুল হক নূর। সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের ওপর হামলা করে। নূরকে তারা নৃশংসভাবে আঘাত করে। এমনকি তাকে হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেয়। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে চিহ্নিত হামলাকারী সন্ত্রাসীদের বিচার দাবি করি।

মানববন্ধনে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাসনীম মাহবুব বলেন, কতিপয় ছাত্র (ছাত্রলীগ) আমাদের হামলা করার চেষ্টা করে। তারা আমাদের বিভিন্ন দলের ট্যাগ দেয়। আমাদের দেখে নেয়ার হুমকি দেয়। তারা আমাদের বিভিন্ন কটূক্তি, ধমক দেয়। তারা আমাদের ছবি তুলে।

তিনি আরো বলেন, মানববন্ধনে উপস্থিতদের মধ্যে যারা হলে থাকে তাদেরও ছাত্রলীগ দেখে নেয়ার হুমকি দিয়েছে। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র নির্যাতনের প্রতিবাদ জানান।


আরো সংবাদ



premium cement
ব্রিটিশ হাই কমিশনারের সাথে বিএনপি নেতাদের বৈঠক ১ হাজার টাকার জন্য পেশাদার ছিনতাইকারীরা খুন করে ভ্যানচালক হারুনকে দেশের মানুষ পরিবর্তন চায় : মতিউর রহমান আকন্দ টানা ১১ জয়ে ডিপিএলের প্রথম পর্ব শেষ করলো আবাহনী দেশে করোনায় আরো একজনের মৃত্যু উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপিদের স্বজনের অংশ নিতে মানা সবল-দুর্বল ব্যাংক একীভূত করার কাজ শেষ হতে কত দিন লাগবে? জনগণের শক্তির কাছে আ'লীগকে পরাজয় বরণ করতেই হবে : মির্জা ফখরুল টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মেরিনা তাবাসসুম বিএনপি নেতারা সন্ত্রাসীদের সুরক্ষা দেয়ার অপচেষ্টা করছে : ওবায়দুল কাদের ট্রাকচাপায় নিহত ১৪ : তদন্ত কমিটি গঠন, চালক-হেলপার গ্রেফতার

সকল