১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

রমজানে ৫০ হাজার টন তেল মজুত রাখা হবে : বাণিজ্যমন্ত্রী

-

রমজান মাসে ৫০ হাজার টন তেল মজুত রাখা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, আমাদের পক্ষ থেকে সিরিয়াসলি স্টেপস নিয়েছি। প্রতিবছর তেলের স্টক রাখা হয় তিন হাজার মেট্রিক টন। এবার আমরা ৫০ হাজার টন তেল মজুত রাখার টার্গেট নিয়েছি। এছাড়াও প্রতিটি আইটেমে পাঁচ থেকে ছয় গুণ বেশি মজুদ রাখার ব্যবস্থা করেছি। আশা করছি, শক্ত হাতে এবার আমরা রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবো। গত বছরও রমাজন মাসে কোনো সমস্যা হয়নি। এবার আমরা সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। যাতে মানুষ সাশ্রয়ীদামে রমজানে নিত্যপণ্য ক্রয় করতে পারে।

আজ রোববার সকালে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

ঢাকায় বাণিজ্য মেলার নামে দোকানদারি হচ্ছে- এমন প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকায় যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হচ্ছে তার আন্তর্জাতিক ক্যারেক্টর কমে গেছে। এ বছরই ওই স্থানে মেলার শেষ বছর। আগামী বছর নিজস্ব ভবনে এই মেলা আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক রূপ ফিরিয়ে দেয়ার চেষ্টা করা হবে।

মন্ত্রী বলেন, রমজানে কোনো ব্যবসায়িই যাতে সিন্ডিকেট করতে না পারেন, সেজন্য সরবরাহ ঠিক রাখা হবে। সরবরাহ ঠিক রাখলে কেউ সিন্ডিকেট করতে পারবে না।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যাংকগুলো কথা দিয়েছে তারা এপ্রিল মাসের মধ্যেই এক ডিজিট সুদের হারে যাবে। তারা বলেছেন তাদের কিছু গ্রাহকের ডিপোজিট আছে যা এর জানুয়ারী ফ্রেব্রুয়ারী ও মার্চ মাসের মধ্যে তারা শেষ করবে। এরপর তারা সিঙ্গেল ডিজিট বাস্তবায়ন করবে। মন্ত্রী বলেন আগেও তারা কথা দিয়েছিল কিন্তু কথা রাখেনি। এবার তারা প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীকে কথা দিয়েছেন। আশা করি তারা এবার কথা রাখবেন।

এ সময় রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর তৌহিদুল ইসলাম শহীদুল ইসলাম, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান

সকল