২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ঢাকার বাজারে নতুন পেঁয়াজ আসা শুরু

বাজারে নতুন পেঁয়াজ আসা শুরু করেছে - ছবি : নয়া দিগন্ত

রাজধানীর শ্যামবাজার, কারওয়ান বাজারসহ বড় বাজারগু‌লো‌তে নতুন পেঁয়াজ আসা শুরু করেছে। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, প্রথমবা‌রের ম‌তো এক ট্রাক নতুন পেঁয়াজ এসে‌ছে।

নতুন এ পেঁয়াজ পাইকারি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ থে‌কে ১৫০ টাকায়, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।

কারওয়ান বাজারের আড়তদার মো: নজরুল ইসলাম বলেন, আজকে যে পেঁয়াজ বাজারে এসেছে তার মান একেবারে ভালো না হলেও খারাপ নয়। পেঁয়াজের আকার ছোট হ‌লেও ঝরঝ‌রে প‌রিষ্কার। কৃষকরা নতুন পেঁয়াজ যখন বাজারে আনা শুরু করেছেন তার পরিমাণ এখন থেকে বাড়বে।

তিনি বলেন, আমরা যে যার ম‌তো ক‌রে পুর‌নো পেঁয়াজ বি‌ক্রি ক‌রে দি‌চ্ছি। ক্রেতা‌দের নতুন পেঁয়া‌জের প্রতিই আগ্রহ বে‌শি। কম দা‌মে নতুন পেঁয়াজ পে‌লে বে‌শি দা‌মে তো আর আমদা‌নি করা পেঁয়াজ বি‌ক্রি হ‌বে না।

বাজার ঘুরে দেখা যায়, পুরনো ও আমদা‌নি করা পেঁয়া‌জ ১০ থেকে ১৫ টাকা ক‌মে বি‌ক্রি হ‌চ্ছে। দে‌শি পুর‌নো পেঁয়াজ পাইকা‌রি প্রতি কে‌জি ২১০ টাকা এবং প‌াল্লা (৫ ‌কে‌জি) ১০৫০ টাকায় বি‌ক্রি হ‌চ্ছে। বার্মিজ প্রতি কে‌জি ১৯০, ‌মিসরীয় ১৬০, পা‌কিস্তানী ১৮০ আর চী‌নের আমদা‌নি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়।

কারওয়ান বাজা‌রে পেঁয়াজ কিন‌ছি‌লেন চাক‌রিজীবী র‌হিম খান। তি‌নি জানান, এতোদিন আমরা নতুন পেঁয়া‌জের অপেক্ষায় ছিলাম। আজ থে‌কে সে‌টি আসা শুরু ক‌রে‌ছে। আশা কর‌ছি পেঁয়া‌জের দাম ৫০ টাকার ম‌ধ্যে চ‌লে আস‌বে।

রহীম খান ব‌লেন, আমরা চাইলে ভারতনির্ভরতা কমা‌তে পা‌রি। সরকারও য‌দি পেঁয়াজ চা‌ষ ও চা‌ষি‌দের স্বার্থ রক্ষায় এগিয়ে আসেন তাহ‌লে আমাদের চা‌হিদা পূরণ করা সম্ভব।

কা‌রওয়ান বাজা‌রের পেঁয়াজ ব্যবসা‌য়ী লাকসাম ব্রাদার্সের স্বত্বাধিকারী বেলাল হোসেন বলেন, দেশি নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু করেছে। এখন থেকে প্রতিদিন দেশি পুর‌নো ও আমদানি করা পেঁয়াজের দাম কমতে থাকবে। গতকাল এবং তার আগের দিন আমরা আজকের দরের চেয়ে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি করেছি। আজকে প্রতিটি পেঁয়াজে ৫ থেকে ১০ কম টাকা দামে বিক্রি হচ্ছে।

‌তি‌নি ব‌লেন, নতুন পেঁয়াজ যখন আসা শুরু করেছে ধরে নি‌তে পা‌রেন পেঁয়াজের দাম আর বাড়ছে না। পুরোদমে আসা শুরু করলে পেঁয়াজ প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকায় নে‌মে আস‌বে।

দেখুন:

আরো সংবাদ



premium cement
শেখ হাসিনা সব প্রতিবন্ধকতা উপড়ে ফেলে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন: পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধে বিশ্ববাসীকে সোচ্চার সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু নীলফামারীতে তিন হাজার ১৭০ চাষির মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কারাগারে কয়েদির মৃত্যু উজ্জ্বল হত্যার বিচার দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ২১ খাবারের সন্ধানে বসতবাড়িতে হরিণ, মহামায়ায় অবমুক্ত সিঙ্গাপুর প্রবাসী ফিরোজ মাহমুদের লাশ দেশে ফিরেছে ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু গণতন্ত্র পুনরুদ্ধারে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে: ড. সুকোমল বড়ুয়া

সকল