২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

২৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার : মন্ত্রী

২৬ টাকা কেজি দরে ধান কিনবে সরকার : মন্ত্রী - ছবি : সংগৃহীত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বৃহস্পতিবার বলেছেন, আগামী ২০ নভেম্বর থেকে সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা মূল্যে ৬ লাখ মেট্রিক টন আমন ধান কিনবে সরকার। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির মিটিং শেষে মন্ত্রী এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘মিলারদের মাধ্যমে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল প্রতি কেজি ৩৬ টাকা মূল্যে এবং ৫০ হাজার মেট্রিন টন আতব চাল প্রতি কেজি ৩৫ টাকা মূল্যে কেনা হবে।’

‘২০ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয় করা হবে। ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সিদ্ধ চাল ও আতব চাল ক্রয় করবে সরকার,’ যোগ করেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘১০ নভেম্বরের মধ্যে স্থানীয় প্রশাসন ইউনিয়ন থেকে প্রকৃত কৃষকদের তালিকা পাঠাবেন। তালিকা অনুযায়ী যদি অতিরিক্ত কৃষক হয়ে যায় তাহলে লটারির মাধ্যমে ক্রয় করা হবে।’

তিনি বলেন, ‘মুজিব বর্ষ উপলক্ষে খাদ্য বান্ধব কর্মসূচি ৫ মাস থেকে বৃদ্ধি করে ৭ মাস করা হয়েছে। এর আওতায় গ্রাম পুলিশদের আনা হবে। তাদের ১০ টাকা কেজি দরে চাল দেয়া হবে। এছাড়া জেলেদের জন্য প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন দিলে জেলেদের এর আওতায় আনা হবে।’

খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি বাংলাদেশ-কাতারের মধ্যে ১০টি সহযোগিতা নথি সই ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি’ মিলান ডার্বি জিতে শিরোপা পুনরুদ্ধার ইন্টারের কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

সকল