২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ক্রেতা না পেয়ে রাস্তায় ফেলে দেয়া হয়েছে চামড়া

ক্রেতা না পেয়ে রাস্তায় ফেলে দেয়া হয়েছে চামড়া - সংগৃহীত

সরকারী-বেসরকারী তথ্যউপাত্ত অনুযায়ী অর্থনীতিতে চামড়া শিল্পের অবদান দিন দিন বেড়েই চলছে। বিশ্বে চামড়াজাত পণ্য, অর্থাৎ জুতা, স্যান্ডেল, ব্যাগ ইত্যাদির বাজারের আকার প্রায় ২২ হাজার কোটি ডলারের। অথচ এই পণ্যের ক্রেতা পায় না বাংলাদেশের মৌসুমী ব্যবসায়ীরা। বিক্রি করতে না পেরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় লাখখানেক কোরবানির পশুর চামড়া সড়কে ফেলে দিয়েছেন তারা।

মঙ্গলবার দুপুরে নগরীর আতুরার ডিপো, মুরাদপুর ও বহদ্দারহাট এলাকা থেকে এসব চামড়া সরিয়ে পুতে ফেলার কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

আড়তদাররা বলছেন, ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া টাকা না পাওয়ায় চট্টগ্রামের বেশিরভাগ আড়তদার এবার চামড়া কিনতে পারেননি। যেসব মৌসুমী ব্যবসায়ী চামড়া বিক্রি করতে পেরেছেন, তারাও বড় অংকের লোকসান করেছেন বলে দাবি করেছেন।

সিসিসির বর্জ্য ব্যবস্থাপনায় উত্তর জোনের মনিটরিং টিমের প্রধান ও ৭ নম্বর ওয়ার্ডের (পশ্চিম ষোলশহর) কাউন্সিলর মোবারক আলী বলেন, ‘আড়তদাররা টাকার অভাবে এবার চামড়া কিনতে পারেনি। আতুরার ডিপো, মুরাদপুর রোড ও বহদ্দারহাট মোড়ে হাজার হাজার চামড়া পড়ে আছে।’

‘বহদ্দারহাট মোড় থেকে চার ট্রাক চামড়া সরিয়েছি। আতুরার ডিপো ও মুরাদপুর এলাকায় প্রায় ৭০ ট্রাকের মত চামড়া হতে পারে। সব মিলিয়ে প্রায় ১ লাখ পিস চামড়া নষ্ট হয়েছে।’

এসব চামড়া নগরীর বায়েজিদ আরেফিন নগর এলাকায় সিটি করপোরেশন নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গর্ত করে সেগুলো পুঁতে ফেলা হবে।

চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতি এবার সাড়ে পাঁচ লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এর মধ্যে চার লাখ গরুর, এক লাখ ১২ হাজার ছাগল, ১৫ হাজার মহিষ ও ১৫ হাজার ভেড়া চামড়া।

তবে মঙ্গলবার সন্ধ্যায় সমিতির নেতারা বলছেন, তারা লক্ষ্যমাত্রার ৬০ শতাংশের মত চামড়া সংগ্রহ করতে পেরেছেন।

তাদের হিসেবে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে নিয়ে আসা প্রায় ১৫ শতাংশ চামড়া বিক্রি হয়নি। আর জেলার দূরবর্তী এলাকায় থাকা প্রায় ২৫ শতাংশ চামড়া এসে পৌঁছাবে আরো কয়েকদিন পর।

ফটিকছড়ি থেকে ২০০ চামড়া নিয়ে আতুরার ডিপো এলাকায় আসা মৌসুমী ব্যবসায়ী নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামে বাড়ি বাড়ি ঘুরে ৩০০ টাকা দরে চামড়া কিনেছি। এখানে দাম বলছে ৫০ টাকা করে।

‘দুপুরের পর আর ৫০ টাকাতেও কেউ কিনছে না। তাই চামড়া রাস্তায় ফেলে রেখে যাচ্ছি।’

নগরীর ঈদগাঁ এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক মৌসুমী চামড়া ব্যবসায়ী বলেন, ‘পাঁচ লাখ টাকা বিনিয়োগ করে মাত্র তিন লাখ টাকা নিয়ে ঘরে আসছি। শেষের ৩০০ চামড়া আর কেউ নেয়নি। সেগুলো ফেলে এসেছি।’

বোয়ালখালী থেকে চামড়া নিয়ে বহদ্দারহাট এলাকায় এসেছিলেন শফিকুল আলম। তিনি বলেন, ‘গতরাতেও দুয়েকজন চামড়া কিনতে চেয়েছিল। আজকে আর কেউ নিতে চাইল না। ২০-৩০ টাকায়ও কেউ নিচ্ছে না।’

‘গাড়ি ভাড়া দিয়ে যে এসেছি সেটাও লস। চামড়া নষ্ট হয়ে যাচ্ছিল। কতক্ষণ আর বসে থাকা যায়। তাই রাস্তায় রেখেই চলে যাচ্ছি।’

এবার চট্টগ্রামে ১০-১৫ শতাংশ চামড়া নষ্ট হতে পারে বলে চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির সভাপতি আবদুল কাদের জানিয়েছেন।

তিনি বলেন, ‘ঢাকার ট্যানারি মালিকদের কাছে আমাদের কয়েক বছরের বকেয়া পাওনা প্রায় ৫০ কোটি টাকা। তার মধ্যে ঈদের আগে অল্প কিছু টাকা তারা দিয়েছে। টাকার অভাবে চামড়া কেনা সম্ভব হয়নি।’

‘সরকার কাঁচা চামড়া রপ্তানির সিদ্ধান্ত আগে জানালে এবং কোরবানির আগে বকেয়া পরিশোধে ট্যানারি মালিকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলে এ অবস্থা হতো না।’

কাদের বলেন, সমিতির সদস্য ১১২ জন আড়তদার। এর বাইরে আরো ১৫০ আড়তদার আছেন চট্টগ্রামে। এবার শুধু ৩০ জন আড়তদার চামড়া কিনতে পেরেছেন।

মঙ্গলবার দুপুরের পর থেকে এসব এলাকায় রাস্তায় চামড়া রেখে চলে যান মৌসুমী ব্যবসায়ীরা। রাস্তার পাশে ফুটপাত ঘেঁষে হাজার হাজার চামড়ার স্তুপ পড়ে থাকতে দেখা গেছে।

বৃষ্টিতে চামড়া থেকে বের হওয়া পানি সড়কে গড়িয়ে যাচ্ছিল। বিকেল থেকে শুরু হয় দুর্গন্ধ। তবে দুর্গন্ধ ঠেকাতে চামড়ায় ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিসিসি।


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু আল-আকসায় কোনো ধরণের সহিংসতা ছাড়াই অনুষ্ঠিত হলো তৃতীয় জুমআর জামাত ‘পেশাগত স্বার্থে সাংবাদিকদের ঐক্যবব্ধ হতে হবে’ গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান

সকল