২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ

৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ - ছবি : সংগ্রহ

অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বৃহস্পতিবার সংসদে ২০১৯-’২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করেছেন।
আজ বিকেল ৩টা ৮মিনিটে তিনি বাজেট পেশ শুরু করেন। এটি হচ্ছে দেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের ২০তম এবং বর্তমান অর্থমন্ত্রীর প্রথম বাজেট।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের উৎস হতে ৩ লাখ ২৫ হাজার ৬শ’ কোটি টাকা এবং এনবিআর-বহির্ভূত সূত্র হতে কর রাজস্ব প্রাক্কলন করা হয়েছে ১৪ হাজার ৫০০ কোটি টাকা। এ ছাড়া কর-বহির্ভূত খাত থেকে রাজস্ব আহরিত হবে ৩৭ হাজার ৭১০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২লাখ ২ হাজার ৭২১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে ।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement