১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

তালায় জেলা আ’লীগের সভাপতি-সম্পাদক ৩ ঘণ্টা অবরুদ্ধ 

তালায় জেলা আ’লীগের সভাপতি-সম্পাদক ৩ ঘণ্টা অবরুদ্ধ  - সংগৃহীত

সাতক্ষীরার তালায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাই তৃণমূলের ভোটাভোটিতে অস্বীকৃতির ঘটনায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।

গত শনিবার দুপুরে তালা শিল্পকলা একাডেমি চত্বরে এঘটনা ঘটে। দুপুর ১টা থেকে বিকাল ৪.টা ১৫ মিনিট পর্যন্ত তাদের কে অবরুদ্ধ করেন তালা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানাগেছে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত আগামী মার্চে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার তালার শিল্পকলা একাডেমীতে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা সভাপতি মোঃ মুনসুর আহমেদ। বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা সাঃ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। সভার এক পর্যায়ে উপস্থিত কাউন্সিলররা ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের পক্ষে মত দেন। কিন্তু জেলা সভাপতি ভোট দিতে অস্বীকৃতি জানালে তুমুল বাকবিতান্ডা হয়। এক পর্যয়ে হঠাৎ জেলা সভাপতি ‘সভা মুলতুবি করে সভা স্থল থেকে চলে যেতে উদ্যত হন। এসময় উপস্থিত বিক্ষুব্ধ কাউন্সিলররা ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের দাবিতে অনুষ্ঠান স্থান সংলগ্ন রাস্তায় তাদেরকে অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকেন’।

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কোন বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান রাসেল কোন মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন- এটা আওয়ামীলীগের নিজস্ব ব্যাপার। এখন উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী ঘোষ সনৎ কুমার দৃঢ়তার সাথে ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের পক্ষে জোর দাবি রাখেন। খেশরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সভাপতি ও কাউন্সিলর শেখ আঃ হান্নান অভিযোগ করেন, আওয়ামীলীগের একজন শীর্ষ নেতা মোটা অংকের উৎকোচের বিনিময়ে ভোটপ্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী বাছাইয়ে অস্বীকৃতি জানাচ্ছেন।

এদিকে দীর্ঘ ৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর হ্যান্ড মাইকে রোববার সকাল ১১টায় ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই হবে এমন সিদ্ধান্ত ঘোষনা করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। এ ঘোষণার পর নেতাকর্মীদের অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল